উত্তরাঞ্চলে নানা আয়োজনে করতোয়ার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

করতোয়া ডেস্ক : দৈনিক করতোয়া ৫০ বছর পদার্পণ উপলক্ষে আজ মঙ্গলবার (১২ আগস্ট) বগুড়া, জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের সব জেলা ও উপজেলায় করতোয়ার প্রতিনিধিদের উদ্যোগে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেই আয়োজনে উপস্থিত ছিলেন সাংবাদিকগণসহ সেইসব এলাকার রাজনীতিক, সমাজসেবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। করতোয়ার প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে বিস্তারিত।
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে দৈনিক করতোয়া’র ৫০ বছরে পদার্পণ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এরপর বিকেল সাড়ে ৫টায় নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং দৈনিক করতোয়া’র প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।
এতে বিশেষ অতিথির বক্তব্য রখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম জায়দার, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপি নেতা আব্দুর রহিম, মশিউর রহমান, হাসেম আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মিনহাজুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, ব্যবসায়ী আব্দুস সালাম, সাংবাদিক আব্দুল হাকিম, সাব্বির হোসেন, মামুন আহমেদ ও শাহীন আলম সাজু প্রমুখ। পরে উৎসবমুখর পরিবেশে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করা হয়।
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : ৫০বছরে পদার্পণ উপলক্ষ্যে শাজাহানপুরে আলোচনা সভা, কেক কর্তন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শাজাহানপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান।
দৈনিক করতোয়ার শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান সবুজের সভাপতিত্বে এবং রোটারিয়ান মেছবাউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মিজ জান্নাতুল ফেরদৌস উর্মি, শাজাহনপুর থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, অধ্যক্ষ শফিকুত তারিক, উপজেলা জামাতের নায়েবে আমীর মাও: আব্দুল লতিফ, সেক্রেটারি শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক হারেজ উদ্দিন, আবু সাহিন সানি, অধ্যক্ষ আবু জাফর আলী, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সজিবুল আলম, খরনা ইউপির সাবেক চেয়ারম্যান আলী হায়দার তোতা, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, খোট্টাপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আমরুল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন, প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষ, প্রধান শিক্ষক সুজল কুমার সরকার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদুসহ শাজাহানপুরে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : দৈনিক করতোয়া পত্রিকা ৫০বছরে পদার্পণ করায় বগুড়ার সান্তাহারে আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১২টায় সান্তাহার শখের পল্লী বিনোদন কেন্দ্রের হীরাঝিল কমিউনিটি সেন্টারে এসব আয়োজন করা হয়। ‘শুভ-শুভ-শুভ দিন, করতোয়ার জন্মদিন’ স্লোগানে মুখরিত আনন্দ র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক করতোয়ার সান্তাহার প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টুর সভাপতিত্বে ও জহির রায়হান শুভর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শখের পল্লীর সত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, সান্তাহার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, যুবদল নেতা আলম, জুয়েল, রিপন, ছাত্রদল নেতা হযরত আলী, সোহাগ, সান্তাহার শহর প্রেসক্লাবে সভাপতি জিললুর রহমান, সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাগর খান ও সদস্য আবু বক্কর সিদ্দিক প্রমূখ। আলোচনা সভা শেষে কেক কাটেন প্রধান অতিথি মাহফুজুল হক টিকন।
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : পত্রিকাটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাবতলী প্রেসক্লাব কার্য়ালয়ে কেক কর্তন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেক কাটেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন ও দৈনিক করতোয়া’র প্রতিনিধি প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি রায়হান রানা, সদস্য সাব্বির হাসান, আমিনুল আকন্দ, জাহাঙ্গীর আলম লাকী, আরিফুর রহমান বয়েল, সামিউল ইসলাম শামীম, আতোয়ার রহমান বিপ্লব, নজরুল ইসলাম, তোহাব রহমান, রিয়াজ মাহমুদ, রিপন মিয়া, শ্যমল সরকার, যুবদলের আব্দুল হালিম, স্বোচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজাউদ্দিন সুজা, যুগ্ম-আহবায়ক আরাফাত রহমান, সোহেল মন্ডল, তাঁতি দলের রাশেদুল ইসলাম রাঙ্গা উপজেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি নাজমুল আহসান ডিটল, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক তাসকিন, ছাত্র দলের প্রান্ত মিয়া প্রমুখ।
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শেষে একটি আনন্দ শোভাযাত্রা পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন করেছে। দৈনিক করতোয়া সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধি সাহাদত জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান, সাবেক সেনা কর্মকর্তা কর্ণেল (অবঃ) জগলুল আহসান, সারিয়াকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা নূরুল ইসলাম বাদশা, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা কাজী জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, সহ সভাপতি অধ্যাপক সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম স্বপন, সারিয়াকান্দি থানার এস আই আব্দুল খালেক, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি, প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, সাংবাদিক আমিনুল ইসলাম হিরু, রফিকুল ইসলাম, উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মিলন মিয়া, মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সাধারণ সম্পাদক রাসেদ মিয়া প্রমুখ।
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : দৈনিক করতোয়া ৫০বছরে পদার্পণে সোনাতলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অডিটোরিয়ামে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক করতোয়ার সোনাতলা উপজেলা প্রতিনিধি বদিউদ-জ্জামান মুকুল। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা কর্ণেল মোঃ জগলুল আহসান, এসইউপি, পিএসসি, জি, সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন্নবী, সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান হিরু মন্ডল, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, পৌর বিএনপি’র সভাপতি ও করতোয়া কুরিয়ার সার্ভিসের এজেন্ট আবু নাছের ওয়াহেদ নবেল, উপজেলা জামায়াতের আমির প্রভাষক ফজলুল করিম, সোনাতলা বণিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আছালত জামান পলাশ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতন, সেলিম রেজা বাবলা, যুবদল নেতা পাভেল আহম্মেদ, জরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ প্রমুখ। আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। শেষে কেক কাটা হয়।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : পত্রিকার ৫০বছর পদার্পণ উপলক্ষে আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়া প্রতিনিধি হাফিজার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আদমদীঘি হাজি তাছের আহমেদ মহিলা কলেজের অধ্যক্ষ আলহাজ এড. মোস্তফা আহমেদ নাইডু। আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি আলহাজ গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সহ সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সদস্য মিহির সরকার, আনোয়ার হোসাইন, মোমিন খান, পবিত্র কুমার, নয়ন হোসেন, পত্রিকা বিক্রেতা মকলেছার রহমান, মুকুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে কেক কাটা, আলোচনা সভা, করতোয়া পত্রিকার মান উন্নয়নে এবং সম্পাদকসহ করতোয়া পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীঘায়ু কামনা বিশেষ মোনাজাত করা হয়।
কাহালু (বগুড়া) প্রতিনিধি : ৫০বছরে পদার্পণ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের সভা কক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। পত্রিকার কাহালু উপজেলা প্রতিনিধি মো.আব্দুস ছালেক তোতা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব। আমন্ত্রিত অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মো.আব্দুল মালেক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নূর নবী, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান আবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.নজরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো.মাহবুবর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো.গোলাম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাশরুবা আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী প্রভাত কুমার হালদার, উপজেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো.হাসান আল তারিক, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বেলাল উদ্দিন প্রামানিক,কাহালু সরকারি কলেজের প্রভাষক মাকছুদুর রহমান,কাহালু সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা লুৎফর রহমান, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার কাহালু উপজেলা প্রতিনিধি এম.এ কাদের,দৈনিক বগুড়া পত্রিকার উপজেলা প্রতিনিধি মো.আব্দুল হান্নান, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল মতিন,দৈনিক চাঁদনী বাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম শেখ,দৈনিক প্রভাতের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহবুবুল আলম,দৈনিক করতোয়া পত্রিকার কলামিস্ট হাফেজ মাওলানা আজিজুল হক প্রমুখ।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় দৈনিক করতোয়ার ৫০বছরে পদার্পণ উপলক্ষে আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। দৈনিক করতোয়া উপজেলা প্রতিনিধি গোলাম ফারুকের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক সাংবাদিক মতিউর রহমান দেওয়ান পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান, থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামছুন্নাহার, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাংবাদিক আখতারুজ্জামান তুহিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম বেলাল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মেশকাতুর রহমান । পরে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়।
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে দৈনিক করতোয়া ৫০বছরে পদার্পণ নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টায় ধুনট প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দৈনিক করতোয়ার ধুনট প্রতিনিধি ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।
ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ছোলায়মান হোসেন, সহকারি কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল কাফী, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম।
আরও বক্তব্য রাখেন সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন, ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরন্নবী আকন্দ, ধুনট প্রেসক্লাবের সহসভাপতি মাসুদ রানা, সহসাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জহুরুল মল্লিক, ক্রীড়া সম্পাদক ফজলে রাব্বী মানু, সদস্য বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, আবু সুফিয়ান, রাসেল মাহমুদ, সাংবাদিক আশিক আহম্মেদ, মিনহাজ মন্ডল শিশির, দলিল লেখক সংগঠনের নেতা বরকত উল্লাহ আপাল, স্বপ্নপূরন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মাইকেল ও ফয়সাল।
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : ৫০বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ক্ষেতলাল ডায়াবেটিকস সমিতির কার্যালয়ে বেলা ১২ টায় কেক কাটা হয়। এ সময় বক্তব্য রাখেন ক্ষেতলাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক নাফিউল হাদী মিঠু, ডায়াবেটিকস সমিতির চিকিৎসক ডাঃ নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক রাসেল আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, ক্ষেতলাল প্রেস ক্লাবের সভাপতি আজিজার রহমান, সহ-সভাপতি আজিজুল হক, প্রেস ক্লাব ক্ষেতলাল এর সভাপতি এস.কে মুকুল হোসেন সহ ক্ষেতলালে সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : পত্রিকার ৫০তম বছরে পদার্পণ উপলক্ষে কালাইয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টায় কালাই সাংবাদিক পরিষদ কার্যালয়ে সুধীজনদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক করতোয়ার কালাই উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলী, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাইহান আলী, কালাই সাংবাদিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, কালাই সাংবাদিক পরিষদের কোষাধক্ষ্য আব্দুল বাতেন। এ সময় উপস্থিত ছিলেন কালাই সাংবাদিক পরিষদের সহসভাপতি সাজ্জাদুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি রায়হান আলী, দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোকারম হোসাইন, নাগরিক টিভির প্রতিনিধি মাহফুজুর রহমানসহ সাংবাদিক কামরুল হাসান, তাইফুল ইসলাম বাবু, রেজাওউনুল হক, সামসুল হক, ফেরদৌস বারী সোহেল। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর কেক কাটা হয়।
পাঁচবিবি ও বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় পাঁচবিবি প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আজাদ আলী। দৈনিক করতোয়ার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি আব্দুল হালিম সাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস,বন্ধন-১৫ লিঃ-এর চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি হারুনর রশীদ সজল, সাংবাদিক দুলাল অধিকারী, দবিরুল ইসলাম, বাবুল হোসেন, নির্মল রায়, আক্তার হোসন বকুল ও আল কারিয়া চৌধুরী প্রমুখ। শেষে কেক কেটে দৈনিক করতোয়ার ৫০তম বর্ষপূর্তি উদযাপন করেন অতিথিবৃন্দ।
আরও পড়ুনআক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর প্রেসক্লাবে দৈনিক করতোয়ার ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে করতোয়ার আক্কেলপুর উপজেলা প্রতিনিধি মিনার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেক কাটা, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শফিকুর ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা, জেলা জামায়াতের সহ সেক্রেটারী রাশেদুল আলম সবুজ , সাধারন সম্পাদক আরিফ ইফতেখার রানা, আক্কেলপুর প্রেস ক্লাবের সভাপতি শাহিনুর রহমান হামিদ, বিএনপি নেতা এম কেরামত আলী, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম চপল, আমিনুর রশিদ ইকু, প্রথম আলোর রবিউল ইসলাম রুবেল প্রমুখ।
পঞ্চগড় : পঞ্চগড়ে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর থানা সংলগ্ন মিডিয়া হাউসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন জ্যৈষ্ঠ সাংবাদিক আতাউর রহমান রবি, এ রহমান মুকুল, শহীদুল ইসলাম শহীদ, সফিকুল আলম, দৈনিক করতোয়ার পঞ্চগড় প্রতিনিধি সামসউদ্দীন চৌধুরী কালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এখন টিভি ও কালের কণ্ঠের প্রতিনিধি লুৎফর রহমান।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও প্রেস ক্লাব হলরুমে প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন তুহিন, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক তানভির হাসান তানু, অর্থ সম্পাদক ফজলে ইমাম বুলবুল, নির্বাহী সদস্য আলহাজ মো. আব্দুল লতিফ, রফিকুল ইসলাম রোহান, সাহিত্য ও প্রচার প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, সদস্য আব্দুল্লাহ হক দুলাল, রেজওয়ানুল হক রিজু, সাংবাদিক এমদাদুল হক ভুট্টু প্রমুখ।
নওগাঁ: নওগাঁ জেলা প্রতিনিধির আয়োজনে সকালে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রেস ক্লাবের সভাপতি এএসএম রায়হান আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এসএম সিরাজুল ইসলাম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, দৈনিক করতোয়ার নওগাঁ জেলা প্রতিনিধি ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দীন প্রমুখ।
সাঁথিয়া (পাবনা) : পাবনার সাঁথিয়ায় বিকেলে প্রেস ক্লাবে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার রিজু তামান্না। বিশেষ অতিথি ছিলেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ও সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আক্কাজ।
সাঁথিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন প্রবীন সাংবাদিক রতন দাস, সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা, দৈনিক করতোয়ার প্রতিনিধি আবুল কাশেম প্রমুখ।
সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে বিকেলে সাপাহার প্রেস ক্লাবে দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীনের আয়োজনে এবং সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মুনিরুজ্জামান টকী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলাম।
মহাদেবপুর (নওগাঁ): নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রতিনিধি এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজওয়ানুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমা আক্তার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মো. সাজ্জাদ হোসেন, মহাদেবপুর (কুঞ্জবন) বিএম মহিলা কলেজের অধ্যক্ষ মো. জাহেদুল ইসলাম প্রমুখ।
মিঠাপুকুর (রংপুর): রংপুরের মিঠাপুকুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা এনামুল হক। সঞ্চালনা করেন মিঠাপুকুর প্রেস ক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মিঠাপুকুর বাজার বনিক সমবায় সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান, হেনা মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ নূরুল আজম মিয়া, প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল, প্রবীণ সাংবাদিক মোতাহার হোসেন প্রমুখ।
পুঠিয়া (রাজশাহী): রাজশাহীর পুঠিয়ায় দুপুরে তাজ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক করতোয়া’র প্রতিনিধি বিজয় ঘোষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম নূর হোসেন নির্ঝর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার ভূূমি শিবু দাস, থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. দুলাল উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পুঠিয়া শাখার সভাপতি স্বপন কুমার নিয়োগী, বিশিষ্ট ব্যবসায়ী এসএম নাসির উদ্দিন প্রমুখ।
বোদা (পঞ্চগড়) : পঞ্চগড়ের বোদা উপজেলায় দুপুরে সাংস্কৃতিক পরিষদে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সঞ্চালনা করেন বোদা উপজেলা করতোয়া প্রতিনিধি লিহাজ উদ্দীন মানিক। বোদা উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক ইত্তেফাক বোদা প্রতিনিধি আশরাফুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোদা উপজেলা কৃষি অফিসার মো. আহমেদ রাশেদ উন নবী।
এ সময় উপস্থিত ছিলেন ৭১ টিভির পঞ্চগড় জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, বোদা উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দিনকালের বোদা প্রতিনিধি মো. নুর নবী, প্রতিদিনের কাগজ এর পঞ্চগড় জেলা প্রতিনিধি আল মাহমুদ দোলন সহ বোদা উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দরা।
দেবীগঞ্জ (পঞ্চগড়): পঞ্চগড়ের দেবীগঞ্জে বিকেলে প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দৈনিক করতোয়ার দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি সজীব আহাম্মেদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ রায় ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন প্রমুখ।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেস ক্লাবে সকালে কেক কাটার পরে প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি আনোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শামসুজ্জোহা সুজন, প্রচার সম্পাদক রবিউল আলম লিটন, মাইটিভি প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুল, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান, সাংবাদিক আমিনুর রহমান, জাহাঙ্গীর আলম, মাহবুব হোসেন প্রমুখ।
হাকিমপুর (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুরে প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক করতোয়ার হাকিমপুর প্রতিনিধি ডা. মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে দিবসটির আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, সাবেক সভাপতি গোলাম মোস্তফিজার রহমান মিলন, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক রুবেল, যুগ্ম সম্পাদক তাছির উদ্দিন বাপ্পি, সাংবাদিক আব্দুল কুদ্দুস, মিজানুর রহমান, নজরুল ইসলাম, এইচ এম আওলাদ, আলম হোসেন অলি প্রমুখ।
পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে সকালে প্রেসক্লাব থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবে এসে শেষ হয়। পরে পার্বতীপুর প্রেস ক্লাবের সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ এ.জেড.এম মেনহাজুল হক। সভায় অন্যান্যের মধ্যে ছিলেন সাংবাদিক মিজানুর রহমান মিজান, মামুনুর রশিদ বিপ্লব, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল জলিল সরকার, হেলাল উদ্দিন, জাকির হোসেন প্রমুখ।
বিরল (দিনাজপুর): দিনাজপুরের বিরলে দুপুরে উপজেলার ভান্ডারা ইউপি’র বুড়ির হাট বাজারে স্থানীয় শিশু কিশোরদের সাথে নিয়ে দৈনিক করতোয়া ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটেন দুর্ঘটনায় পঙ্গু হওয়া বালান্দোর গ্রামের আফসারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিরল উপজেলা প্রতিনিধি এমএ কুদ্দুস, বিরল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সুবেল, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জহির, নির্বাহী সদস্য দীপঙ্কর রায়, নির্বাহী সদস্য মুসলিম ও নির্বাহী সদস্য আব্দুল আজিজ। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের নবাবগঞ্জে প্রেস ক্লাবে দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংবাদিক ওয়ালিউর রহমান মেরাজ, রঞ্জিত রায়, গোলাম রব্বানী, ব্যবসায়ী শাহাজাহান আলী চৌধুরী প্রমুখ। এর পূর্বে একটি র্যলি বের করা হয়।
বেলকুচি (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জে সকালে বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার বেলকুচি উপজেলা প্রতিনিধি আলহাজ গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে দৈনিক করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম গোলাম রেজা, সোহাগপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শ্যামকিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রেজা, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল প্রমুখ।
সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে শহরের নতুন বাবুপাড়া কলিম মোড় সংলগ্ন সিটি সেন্টারে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক ও সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক সহকারী অধ্যাপক মো. শওকত হায়াত শাহ্। দৈনিক করতোয়া পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক কাজী জাহিদ, সাকির হোসেন বাদল, মো. আমিরুজ্জামান, এম আর আলম ঝন্টু, নজির হোসেন নজু, গোপাল চন্দ্র রায়, শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, আনোয়ার হোসেন প্রামাণিক, জিকরুল হক, এমএ করিম মিস্টার, হীরা শর্মা, আমিরুল হক আরমান প্রমুখ।
গাইবান্ধা: গাইবান্ধায় দৈনিক করতোয়ার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) ডিসি অফিস সংলগ্ন পলাশবাড়ী সড়কে গাইবান্ধা প্রেসক্লাব (মূলধারা) এর কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি ও দৈনিক করতোয়া গাইবান্ধা জেলাপ্রতিনিধি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও প্রেসক্লাব সম্পাদক আবেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রেস ক্লাব সম্পাদক আবেদুর রহমান স্বপন, সহ-সভাপতি সরকার শহিদুজ্জামান, শামিম উল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক বাবু, সাংবাদিক শাহাদৎ হোসেন মিশুক, শেখ ফারহান প্রমুখ।
মন্তব্য করুন