২৯৫ বল হাতে রেখে ওয়ানডে ম্যাচ জয়!

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রে চলছে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৫ উপলক্ষ্যে আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব। যেখানে রোববার (১০ আগস্ট) ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দলকে ২৩ রানে অলআউট করার পর মাত্র ৫ বল খেলেই জয়ের বন্দরে পৌঁছায় কানাডা অনূর্ধ্ব-১৯ দল। অর্থাৎ দলটির হাতে ছিল আরও ২৯৫ বল!
অল্পের জন্য যুব ওয়ানডেতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েনি আর্জেন্টিনা। ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানে গুটিয়ে গিয়েছিল স্কটল্যান্ড। কানাডা-আর্জেন্টিনা ম্যাচটির যুব ওয়ানডে মর্যাদা না থাকায় আর্জেন্টিনার ২৩ রানের ইনিংস ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন হিসেবে গণ্য হবে না। আবার কানাডার ৫ বলে জয়ও হবে না দ্রুততম রান তাড়ার রেকর্ড। বর্তমানে দ্রুততম রান তাড়ার রেকর্ডটি ৩.৫ ওভারে জেতা অস্ট্রেলিয়ার দখলে।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে টস জিতে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ২৩ রানে গুটিয়ে যায় আর্জেন্টিনা। দলের কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সাত ব্যাটসম্যান পেয়েছেন ‘গোল্ডেন ডাক’-এর স্বাদ। ২৩ রানের মধ্যে ৭ রানই এসেছে ‘অতিরিক্ত’ থেকে। কানাডার হয়ে বিধ্বংসী বোলিং করেন জগমানদীপ পাল। তিনি ৫ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৭ রান খরচায় ৬ উইকেট নেন। জবাবে কানাডার জাতীয় দলে খেলা ও অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যুবরাজ সামরা প্রথম চার বলেই দুই চার ও দুই ছক্কা হাঁকিয়ে একাই ম্যাচ শেষ করেন। অপর প্রান্তে ধর্ম প্যাটেল অপরাজিত থাকেন ১ রানে। এই জয়ে দুই ম্যাচে এক জয় নিয়ে কানাডা অনূর্ধ্ব-১৯ দল পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছে। দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দল। এক জয় ও এক হার নিয়ে তৃতীয় বারমুডা আর দুই ম্যাচে দুই হারে তলানিতে আর্জেন্টিনা।
মন্তব্য করুন