ভিডিও বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

বগুড়ার কাহালুতে দামাই সর: প্রাথমিক বিদ্যালয় মাঠ ও আশেপাশের এলাকায় বর্ষাকালে হাঁটু পানিতে শিক্ষার্থীসহ গ্রামের মানুষের দুর্ভোগ

বগুড়ার কাহালুতে দামাই সর: প্রাথমিক বিদ্যালয় মাঠ ও আশেপাশের এলাকায় বর্ষাকালে হাঁটু পানিতে শিক্ষার্থীসহ গ্রামের মানুষের দুর্ভোগ। ছবি : দৈনিক করতোয়া

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলার দামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসহ আশেপাশের এলাকায় বর্ষাকালে একটু বৃষ্টিতেই হাটু পানি জমে যাওয়ায় শিক্ষার্থীসহ গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন। জানা গেছে, প্রাথমিক বিদ্যালয় এলাকায় পানি নিষ্কাশনের কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বিদ্যালয় মাঠের পানি কোন দিকে বের হতে না পারায় দীর্ঘ ১০ বছর ধরে বর্ষা মৌসুমে এলাকাটি প্রায় হাটু পানিতে নিমজ্জিত হয়ে থাকে।

আগে বিদ্যালয়ের উত্তর পাশ দিয়ে মাঠের পানি নিষ্কাশনের একটি ড্রেন ছিল কিন্তু গ্রামের জনৈক ব্যক্তি মাটি ভরাট করে বাড়ি নির্মাণ করায় ড্রেনের কার্যকারিতা বন্ধ হয়ে গেছে। এছাড়া বিদ্যালয়ে সামনে রাস্তায় পানি নিস্কাশনের জন্য একটি ইউ-ড্রেন নির্মাণ করা হলেও বর্তমানে ওই ড্রেনের মুখ বন্ধ রয়েছে। যার কারণে বিদ্যালয় মাঠের পানি কোন ভাবেই নিষ্কাশন করা যাচ্ছেনা।

এদিকে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা পানির মধ্যে দিয়ে যাতায়াত করার সময় পিছ্লে পড়ে বই খাতা ভিজে নষ্ট করাসহ জামা কাপড় ভিজে বাড়ি ফিরে আসে। এছাড়া উল্লেখিত কারনে আভিভাবকগনও বর্ষাকালে তাদের সন্তাদের বিদ্যালয়ে পাঠাতে চায়না। যার ফলে ওই সময় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যায়।

আরও পড়ুন

এ ব্যাপারে প্রধান শিক্ষক মাহবুবা খানম বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষাকালে এ দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন এ বিষয়ে তিনি তার উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছেন। অপরদিকে বর্ষাকালে জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের আশেপাশের বাড়ি ঘরে পানি ঢোকাসহ কবরস্থান এবং জনগুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘ দিন ধরে পানির নীচে তলিয়ে থাকে।

এদিকে পানি নিস্কাশনের বিষয়ে দামাই গ্রামবাসী কর্তৃক স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ চলতি জুলাই মাসের ৮ জুলাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রদান করা হয়েছে বলে জানা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

নওগাঁর খোলা বাজারে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস গাছের চারা

দিনাজপুরের নবাবগঞ্জে বিষ্ফোরক মামলায় আ’লীগনেতা শাহ আলম গ্রেফতার

পঞ্চগড়ের বোদার শহীদুল গোখরা সাপের বাচ্চা ফোটায়ে ছাড়লেন জঙ্গলে

বগুড়ায় আনারুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

বগুড়া শহরে আগুনে পুড়ে নারীর মৃত্যু