রোনালদোর এনগেজমেন্টের রিংয়ের মূল্য পাঁচ মিলিয়ন ডলার

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো দীর্ঘ ৯ বছরের সম্পর্কের পর অবশেষে মডেল ও প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সোমবার (১১ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে জর্জিনা এই সুখবর জানিয়েছেন, যেখানে তার হাতে ঝলমলে এক বিশাল হীরের আংটি দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবন ও পরবর্তী জীবনেও।’
এদিকে জর্জিনার হাতে এনগেজমেন্ট রিংটি দেখে ইতোমধ্যে হৈ চৈ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সেখানে সকলেই এর দাম জানার চেষ্টা করছেন। তবে নিদির্ষ্ট কোনো মূল্য না জানা গেছেও বিশেষজ্ঞদের মতে প্লাটিনামে তৈরি এবং কেন্দ্রীয় ওভাল আকৃতির ডায়মন্ডের তৈরি এই রিংটির ওজন প্রায় ৩৫ ক্যারেট। পাশে থাকা ছোট ছোট রত্নসহ যার মোট ওজন দাঁড়ায় প্রায় ৩৭ ক্যারেট। লন্ডনের বিখ্যাত গহনা ব্র্যান্ড ‘৭৭ ডায়মন্ডস’-এর ম্যানেজিং ডিরেক্টর টোবিয়াস কোরমিন্ডের অনুমান অনুযায়ী, এই আংটির মূল্য প্রায় পাঁচ মিলিয়ন ডলার হতে পারে।
গহনা বিশেষজ্ঞরা এই আংটিকে ‘অসাধারণ’ উল্লেখ করেছেন এবং বলছেন, এমন বড় এবং উচ্চমানের হীরের মূল্য দুই থেকে পাঁচ মিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। সোশ্যাল মিডিয়ায় গহনা বিষয়ক প্রভাবশালী জুলিয়া চাফে এটাকে তিন মিলিয়ন ডলারের কাছাকাছি মূল্যায়ন করেছেন এবং মজার ছলে বলেছেন, এই আংটি নিয়মিত পরলে আঙুলে প্রায় ১০০ পাউন্ড ওজন বহনের মতো অনুভূতি হতে পারে।
বর্তমানে রোনালদো সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে খেলছেন। এই এনগেজমেন্ট তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে আরও মজবুত করে এবং ভক্তদের মধ্যে এক নতুন উৎসাহ তৈরি করেছে।
মন্তব্য করুন