ভিডিও শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

স্বাধীনতা দিবসের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, নিরাপত্তা জোরদার

স্বাধীনতা দিবসের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক:মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত। উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে এরই মধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের কাজ।

রোববার (২৪ মার্চ) স্মৃতিসৌধ চত্বর ঘুরে দেখা যায়, সবুজে ঘেরা ১০৮ হেক্টর জমির ওপর নির্মিত স্মৃতিসৌধকে ধুয়ে মুছে পরিপাটি করে রেখেছেন। সৌন্দর্যবর্ধনসহ নানা কাজ এরই মধ্যে সম্পন্ন করেছেন সাভার গণপূর্ত বিভাগ। রংতুলির আঁচড় পড়েছে পায়ে চলার পথ ও বেদি সংলগ্ন সিঁড়িগুলোতে। সবুজ ঘাসের গালিচা কেটেছেঁটে নান্দনিক করে তোলা হচ্ছে। পুরোনো ফুলের চারা উপড়ে ফেলে লাগানো হয়েছে নতুন বাহারি রঙের গাছ। হাজারো ফুটন্ত ফুল ফুটে আছে টপগুলোতে। ভবনসহ উঁচু গাছে ঝুলানো হয়েছে লাল সবুজের আলোকবাতি। প্রবেশ পথে তৈরি করা হয়েছে উৎসবের ফটক।


জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুরো স্মৃতিসৌধ চত্বর ধুয়ে মুছে পরিষ্কার-পরিপাটি করা হয়েছে। পুরো চত্বরে ফুল দিয়ে সাজানো, রং–তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা, লেক সংস্কারসহ সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রায় দেড় মাস ধরে চলা এ কার্যক্রমে শতাধিক কর্মী অংশ নিয়েছেন। নিরাপত্তার লক্ষ্যে ১৬ মার্চ থেকে স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ সংরক্ষিত করা হয়েছে। ২৬ মার্চ রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তখন ঢল নামবে লাখো জনতার।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়াও সম্পন্ন হয়েছে। মহান স্বাধীনতা দিবস উদযাপন নির্বিঘ্ন করতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে প্রায় চার হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সাভার উপজেলার আমিন বাজার থেকে শুরু করে গণস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে ১২টা সেক্টরে ভাগ করা হয়েছে। সেক্টর অনুসারে পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এই পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ২৬ মার্চ ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের এ অঞ্চল দিয়ে যানবাহন না চালাতে অনুরোধ করেন। এই সময়ে পরিবহনচালকদের প্রতি বিকল্প সড়ক ব্যবহার করতে বলেন।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়ে এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। শহরের উঁচু ভবনসহ নানা স্থাপনায় শোভা পাচ্ছে লাল সবুজের আলোকবাতি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার বলেন, ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উৎসবের নানা রং দিতে কাজ করেছে। সাজানো হয়েছে শহরকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দুই বিশ্বকাপ জিতে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা’

ঢাকায় ‘বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি’র ইফতার ও দোয়া মাহফিল

বগুড়ায় তেলের ঘানির ফিতায় জড়িয়ে নারীর মৃত্যু

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যোগসাজসে পরপর তিনটি ডামি নির্বাচন হয়েছে: আখতার হোসেন 

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ গেল নানা-নাতনির

বগুড়ার সারিয়াকান্দিতে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু, আহত ৩