ভিডিও বুধবার, ২৬ মার্চ ২০২৫

শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টর অভিযোগে নৈশ প্রহরীকে গণপিটুনি

শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টর অভিযোগে নৈশ প্রহরীকে গণপিটুনি

নিউজ ডেস্ক:  মুন্সীগঞ্জ শহরের কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিদ্যালয়ের নৈশ প্রহরীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ নৈশ প্রহরী আবুল হোসেনকে (৫৫) উদ্ধার করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করা হলে বিক্ষুব্ধ এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকে এবং অভিযুক্তকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যেতে বাধা দেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও সেনা সদস্যরা হাসপাতালে অবস্থান নিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর ৮ বছর বয়সী ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে নৈশপ্রহরী।


পরে মঙ্গলবার সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন বিদ্যালয়ে ছুটে যায়। সেখানে শ্রেণিকক্ষের ভেতর নৈশ প্রহরীকে আটকে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নৈশ প্রহরীকে উদ্ধার করে।

আরও পড়ুন


ছাত্রীর বড় ভাই জানান, ২৬ মার্চের উপলক্ষ্যে কুচকাওয়াজের রিহার্সেল করার জন্য তার বোন সোমবার সকালে স্কুলে যায়। ওই সময় নৈশ প্রহরী তাকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। সেসময় পালিয়ে বাড়িতে ফিরে সে ঘটনা খুলে বলে।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হুমায়ুন কবীর জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আটকে রেখে নৈশ প্রহরীকে মারধর করার খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসীর হাত থেকে তাকে উদ্ধার করে পুলিশ। 

তিনি বলেন, “এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে স্থাপিত হলো টারবাইন

গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়- সাবেক এমপি কাজী রফিক

জামায়াতের পক্ষ থেকে অর্থ সহযোগিতা পাচ্ছেন নৌকাডুবিতে বাবা-মা হারানো ছোট্ট দিপু

বগুড়াসহ উত্তরাঞ্চলে গণহত্যা দিবস পালন

বগুড়ার ধুনটে ২ ফ্রিল্যান্সারকে অপহরণের পরিকল্পনাকারী পুলিশ গ্রেফতার

বগুড়ায় ঈদের আগাম টিকিট বিক্রি শুরু : প্রথম দিন দীর্ঘ লাইন