ভিডিও বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

যাত্রী বেশি নেয়ায় চালকদের মারধর, আরিচা ঘাটে স্পিডবোট চলাচল বন্ধ

যাত্রী বেশি নেয়ায় চালকদের মারধর, আরিচা ঘাটে স্পিডবোট চলাচল বন্ধ

নিউজ ডেস্ক: নদীর মাঝখানে কোর্স্টগার্ডের সদস্যরা যাত্রী বেশি নেয়ার অপরাধে মারধর করায় মানিকগঞ্জের আরিচা-কাজীরহাট নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ রেখেছেন চালকরা। 

মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টা থেকে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এসময় যাত্রীরা বাধ্য হয়ে ফেরি ও লঞ্চে নদী পার হচ্ছেন।

দুজন স্পিডবোটচালক জানান, দ্রুত সময়ে নদী পার হওয়ার জন্য পশ্চিমাঞ্চলে যাত্রীরা অন্য নৌযানের পরিবর্তে স্পিডবোটে যাতায়াত করতে বেশি পছন্দ করে। দীর্ঘদিন এ নৌরুটে স্পিডবোট বন্ধ থাকার পর গত কয়ে মাস ধরে পুনরায় শুরু হয়েছে। নদীর মাঝখানে কোর্স্টগার্ডের সদস্যরা দুয়েকজন যাত্রী বেশি নিলে নির্মমভাবে মারধর করে।

আরও পড়ুন

স্পিডবোট মালিকরা জানান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা মতে প্রতিটি বোডে ১২ জন যাত্রী নেওয়ার কথা। কিন্তু নদী শান্ত থাকায় দুই-তিনজন বেশি নিলে সমস্যা হয় না। কারণ তেল খরচ আর সব মিলে এ কয়জন যাত্রী নিলে মালিকদের লোকসান গুনতে হয়। আমরা চালকদের মারধরের ঘটনায় সুষ্ঠু সমাধান ও বিচার চাই।

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক ও আরিচা নদী বন্দর কর্মকর্তা মো. সেলিম শেখ বলেন, এ সময় স্পিডবোট বন্ধ রাখলে যাত্রীদের দুর্ভোগে পরতে হবে। খবর পেয়ে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকচের প্রস্তাব গৃহীত 

বিএফএ সম্মেলনে বক্তব্য রাখবেন ড. মুহাম্মদ ইউনূস 

বগুড়ায় শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ডিসি-এসপির সালাম গ্রহণ ও কুচকাওয়াজ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে শাস্তি

যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে বার্ড ফ্লু শনাক্ত

সুনামগঞ্জ  দুই সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি-ফুচকা জব্দ