ভিডিও শনিবার, ২৯ মার্চ ২০২৫

প্রেস কনফারেন্স সর্বস্ব অধিনায়ক জামাল, কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রশ্নের মুখে

প্রেস কনফারেন্স সর্বস্ব অধিনায়ক জামাল, কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রশ্নের মুখে,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। দেশ ছাড়ার আগে ও ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জামাল অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন। গতকাল শিলংয়ে বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জামাল ভূঁইয়াকে একাদশে রাখেননি। পাঁচ জন খেলোয়াড় বদল করলেও বিবেচনায় ছিলেন না জামাল। জামাল না থাকায় বাংলাদেশ দলের আর্মব্যান্ড ছিল সিনিয়র ফুটবলার ডিফেন্ডার তপু বর্মনের হাতে। ২২ মিনিটে তপু চোট পেয়ে মাঠের বাইরে যান। এরপর আরেক ডিফেন্ডার রহমত মিয়া নামলে তার হাতে উঠে আর্মব্যান্ড। সেই রহমতও ৭৫ মিনিটে উঠলে তখন সোহেল রানা পরেন আর্মব্যান্ড। এক ম্যাচে তিন বার অধিনায়ক বদল। 

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জামালের মতো অভিজ্ঞ ফুটবলার না নামানোর পেছনে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলোয়াড়রা বেঞ্চে ছিল। আজকের (গতকাল) খেলায় জামাল আমাদের একটি বিকল্প ছিল। দ্বিতীয়ার্ধের খেলার পরিক্রমা যেভাবে অগ্রসর হয়েছিল এতে দৈহিক সামর্থ্যের বিবেচনায় রানাকে ব্যবহার করা হয়েছে।’ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে গত দেড় বছর ধরেই জামাল ভূঁইয়া হয় একাদশে অনিয়মিত অথবা এক অর্ধে পরে উঠিয়ে নেন। অধিনায়ক যদি অধিকাংশ ম্যাচ ৯০ মিনিট নাই খেলতে পারেন তাহলে তার হাতে আর্মব্যান্ড কেন? এই প্রশ্ন ফুটবলাঙ্গনে বেশ কিছু দিন ধরে ঘুরপাক খেলেও গতকাল ভারতের বিপক্ষে না খেলানোয় আরো বেশি জোরালো হয়েছে।

আরও পড়ুন

মাঠে না খেললেও দলের জন্য অধিনায়ক জামাল গুরুত্বপূর্ণ কোচের কাছে, ‘মাঠে খেলোয়াড় ও ব্যক্তি জামাল গুরুত্বপূর্ণ। তার কোয়ালিটি বিশেষ ধরনের। এমনকি মাঠে না থাকলেও দলের জন্য গুরুত্বপূর্ণ জামাল।’এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের প্রস্তুতি পর্ব থেকে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রশ্নের জন্ম দিয়েছেন। কালকের ম্যাচের একাদশ ও খেলোয়াড় পরিবর্তনও সমালোচনার মধ্যে পড়েছে। জামাল ভূঁইয়া এক মাস দলের সঙ্গে অনুশীলন করেছেন এবং ফিট রয়েছেন। ২৩ জন খেলোয়াড়েরের মধ্যে ১৬ জনই কাল খেলেছেন অথচ নিয়মিত অধিনায়কেই খেলাননি কোচ। তাহলে কি জামাল ভূঁইয়া শুধু প্রেস কনফারেন্সে অধিনায়ক এই আলোচনা শুরু হয়েছে জোরেশোরে। সংবাদ সম্মেলনে অধিনায়ক একজন আর মাঠে টস করেন আরেকজন। এ রকম বৈসাদৃশ্য থাকলেও বাংলাদেশ কোচ ও ফেডারেশন এ নিয়ে কোনো ভ্রুক্ষেপহীন। 

জামাল ভূঁইয়া বাংলাদেশ দলে ছিলেন অথচ একেবারেই নামেননি এমন ঘটনা সচারাচর দেখা যায়নি। গতকাল ভারত ম্যাচে জামালকে না নামিয়ে কোচ হ্যাভিয়ের যেমন প্রশ্নের মুখে পড়েছেন তেমনি জামালও বিব্রতকর পরিস্থিতিতে। অধিনায়ক হয়েও মাঠে নামতে না পারা দলের অন্য সবার কাছে কিছুটা হলেও জামালের অবস্থান নিচু করে। আবার অন্য দিকে ফিট থেকেও হৃদয়, সোহেল রানাকে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার প্রাধান্য পেয়েছেন এতে জামালের পারফরম্যান্স ও কোচ তাঁর প্রতি আস্থাবান নয় সেটাও নির্দেশ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের ঈদ উপহার পেল সীমান্তের ৫০ টি পরিবার

বগুড়ায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু

ইফতারি কিনে বাড়ি ফেরা হলো না মইদুলের

ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১

‘আমি শুধু সাইফকেই খুঁজি’