দিনাজপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে নাজমুন নাহার(৬০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের হালুয়াঘাট গ্রামে। সে ওই গ্রামের মনতাজ আলীর স্ত্রী।
গ্রামবাসী জানায়, তার নিজ বাড়ি থেকে পশ্চিম দিকে প্রায় আধা কি.মি. দূরে হালুয়াঘাট পশ্চিমপাড়ার জনৈক মারুফের আম বাগানে একটি আম গাছের ডালের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখে এলাকাবাসি পুলিশে খবর দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মৃত্যুর কারন জানা যায়নি। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
আরও পড়ুনমন্তব্য করুন