পাবনার ভাঙ্গুড়ায় স্মৃতিসৌধ ও থানা ভবন থেকে ফ্যাসিস্টদের নাম মুছে ফেলা হলো

ভাঙ্গুড়ায় (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় থানা ভবন ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ’র নামফলক থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পাবনা-৩ আসনের সাবেক এমপি মকবুল হোসেনের নাম মুছে ফেলা হয়েছে।
গতকাল বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে থানা ভবন ও ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডে অবস্থিত ভাঙ্গুড়া স্মৃতিসৌধের নামফলক থেকে তাদের নাম কালো কালি দিয়ে মুছে ফেলা হয়। উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম হুমায়ুুন কবিরের নেতৃত্বে নেতাকর্মীরা তাদের নাম মুছে দেন।
আরও পড়ুনভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, তিনি স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে উপজেলা পরিষদে ছিলেন। সেখান থেকে এসে দেখেন নাম ফলকটি কালো কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন