দিনাজপুরের বীরগঞ্জে বারুণী গঙ্গা স্নানে নারী-পুরুষের ঢল

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহ্যবাহী বারুণী গঙ্গা স্নান ও অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ মার্চ) মহুগাঁও মহাশ্মশান ঘাটে হাজার হাজার পূণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী বারুণী গঙ্গা স্নান অনুষ্ঠিত হড।
উপজেলার সুজালপুর ইউনিয়নের মহুগাঁও মহাশ্মশানে উত্তরমুখী পুণ্যভবা নদীর ঘাটে ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপী এ পূণ্য স্নান ও ৩দিন ব্যাপী মহা নাম যজ্ঞানুষ্ঠান এবং গ্রামীণ মেলা বসে। প্রায় ৩শ বছর ধরে দোল পূর্ণিমার ১২ দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এ পুণ্য স্নান অনুষ্ঠিত হয়ে আসছে।
দূরদূরান্ত থেকে এসে জড়ো হয় সাধু সন্যাসীরা। এ উপলক্ষ্যে মহুগাঁও মহাশ্মশান ঘাট এলাকা জুড়ে নানা রকম পসরা নিয়ে বসেছে মেলা। বারুণী এ মেলায় দেখা যায় বিভিন্ন মিষ্টি মিষ্টান্ন ও ঝালমুড়ির দোকান ছাড়াও রয়েছে সৌখিন কাঠ, মাটি এবং লোহার তৈরি আসবাবপত্র, বাঁশ ও বেতের তৈরি চালুন, ডালি, কুলা, পাখা’র বেচাকেনা চলে।
আরও পড়ুনসুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম বলেন, হিন্দু ধর্মের প্রথা অনুসারে প্রতি বছর চৈত্র মাসে বারুণী তিথিতে গঙ্গা স্নান উৎসব অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন