ভিডিও মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

দিনাজপুরের কাহারোলে শেষ মুহূর্তে পাদুকার দোকানগুলোতে বাড়ছে ভিড়

দিনাজপুরের কাহারোলে শেষ মুহূর্তে পাদুকার দোকানগুলোতে বাড়ছে ভিড়

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে পবিত্র রমজান মাসে শেষ মুহূর্তে পাদুকার দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের উপচেপড়া ভিড়। ক্রেতাদের পছন্দের পাদুকা বা জুতা ক্রয় করতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন ক্রেতা ও বিক্রেতারা। দিনাজপুরের কাহারোল উপজেলা সদর সহ ৬ টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারগুলোতে রমজান মাসের শেষ মুহূর্তে ক্রেতারা ক্রয় করছেন তাদের পছন্দের পাদুকা।

আজ শনিবার (২৯ মার্চ) উপজেলার কয়েকটি হাট-বাজারে সরেজমিনে ঘুরে দেখতে গিয়ে উপজেলার জয়নন্দ হাট ও তেরো মাইল গড়েয়া হাটের পাদুকার দোকানদার মো: সুমন ইসলাম ও মো: আজিজুল ইসলাম উভয়ে জানান, ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই পাদুকার দোকানগুলোতে সব শ্রেণির এবং সব বয়সের ক্রেতারা তাদের পছন্দের পাদুকা ক্রয় করছেন।

কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় এ বছর পাদুকার বা জুতার দাম কিছুটা বেশি। তবে দাম বেশি হলেও আমাদের আদরের সন্তানদের পাদুকা ক্রয় করে দিতে হচ্ছে। কারণ বছরের প্রথম ঈদ পবিত্র ঈদুল ফিতর, তাই পাদুকা ক্রয় না করে দিয়ে পারছি না।

আরও পড়ুন

এদিকে উপজেলা সদরের কয়েকজন পাদুকা ব্যবসায়ীরা জানান, এই ঈদে বিভিন্ন নতুন নতুন ডিজাইনের পাদুকা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে। তবে পাদুকার মান অনুযায়ী দাম খুব একটা বেশি নয়। দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে বলে তারা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় ঈদগাহে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ৯

ড. ইউনূসকে শাহবাজ শরিফের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

ঈদের নামাজে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুলিশ সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়