ভিডিও মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

বগুড়ায় ঈদ কেনাকাটায় আতর টুপির দোকানে ভিড়

বগুড়ায় ঈদ কেনাকাটায় আতর টুপির দোকানে ভিড়

স্টাফ রিপোর্টার : মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। ঈদের দিন সকালে ঈদগাহের নামাজে নতুন পাঞ্জাবির সাথে সুগন্ধি, সুরমা আর নতুন টুপি ছাড়া ঈদ যেন অসম্পূর্ণ। এর সাথে নতুন জায়নামাজ থাকাটাও ঈদের অনুষঙ্গ।

পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর ঈদের দিনে সকালে নতুন কাপড়ের সাথে নতুন সুগন্ধি, সুরমা আর টুপি মুসলমানদের দেয় ঈদ আনন্দের পূর্ণতা। তাইতো মানুষ তার প্রয়োজনীয় কেনাকাটা সেরে শেষ মুহূর্তে ভিড় করছেন আতর, সুরমা ও টুপির দোকানে। বগুড়া শহরের নিউ মার্কেটস্থ কেন্দ্রীয় বড় মসজিদসংলগ্ন রয়েছে এমন অনেক দোকান। এ দোকানগুলোতে ভিড় বেড়েছে বহুগুণ।

এ ভিড় আরও বাড়বে ঈদের আগের মধ্যরাত পর্যন্ত। এছাড়াও শহরের আশেপাশের ছোট-বড় বাজার, বন্দর ও ফুটপাতেও মৌসুমী আতর, সুরমা বিক্রেতারা তাদের পসরা সাজিয়ে বসেছেন। কেউ কেউ আবার মাইক বাজিয়ে বিক্রি করছেন এসব পণ্য।

প্রতিবারের মতই এবারও দোকানগুলোতে এসেছে নানা রঙের ও নকঁশার বাহারি টুপি। ইন্দোনেশিয়া, তুরষ্ক, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নানা নামের টুপির সমাহার দেখা যাচ্ছে দোকানগুলোতে। আছে দেশি টুপিরও বিশাল সম্ভার। সুরমা বিক্রি হচ্ছে পরিমাণ মতো ২০ টাকা থেকে শুরু করে যার যতটুকু প্রয়োজন। আতরেও এসেছে নানা বৈচিত্র।

আরও পড়ুন

দেশি-বিদেশি নানা ব্রান্ডের নানা ঘ্রাণের আতরের সুগন্ধে বিমোহিত দোকানাগুলো। দরবার, হাসনাহেনা, আগড়উড, সুলতান, জেসমিন, কাঁচাবেলিসহ নানা নামের আতর রয়েছে দোকানগুলোতে। দামও রয়েছে মানুষের সাধ্যের মধ্যে। তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে তেমন চিন্তা নেই। পছন্দের প্রয়োজনীয় পণ্য পেলেই তারা সন্তুষ্ট হয়ে তা নিয়ে নিচ্ছেন।

বিক্রেতারা বলছেন, আতর, সুরমা, টুপি ও জায়নামাজের বিক্রি জমে উঠেছে। পাকিস্তানি চুমকি টুপি সর্বোচ্চ ৫শ’ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বিভিন্ন মানের টুপি ২শ’ থেকে ২৫০ এবং পাতলা তুর্কি টুপি ৫০ থেকে ১শ’ এবং তাকওয়া টুপি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও আর ভালো মানের জায়নামাজ এক হাজার ২শ’ এবং তুর্কি জায়নামাজ ৪শ’ থেকে ৫শ’ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়াও দুবাই’র আল-রিহাব ও ইন্ডিয়ার আল-নাঈম প্যাকেট আতর সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। আর এসব আতর ৪০ থেকে পরিমাণভেদে ১শ’ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, তারা সারা বছর যে পরিমাণ টুপি, জায়নামাজ ও আতর বিক্রি করেন তার বেশিরভাগই বিক্রি হয় দুই ঈদে। বেচাবিক্রি এবারও বেশ ভালো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় ঈদগাহে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ৯

ড. ইউনূসকে শাহবাজ শরিফের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

ঈদের নামাজে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুলিশ সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়