ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

ঈদ বকশিশ ১শ’ টাকা দেয়ায় বগুড়ায় একজনকে ছুরিকাঘাত

ঈদ বকশিশ ১শ’ টাকা দেয়ায় বগুড়ায় একজনকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের মালগ্রাম উত্তরপাড়ায় তোফাজ্জল হোসেন সরকার (৫৬) নামে এক ব্যক্তিকে ছুরিকাহত করা হয়েছে। ঈদ বকশিশ মাত্র একশ’ টাকা দেয়ায় ক্ষুব্ধ হয়ে এক যুবক তাকে ছুরিকাহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া  স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বুধবার (২ এপ্রিল) সকাল ৯ টার দিকে মালগ্রাম উত্তরপাড়ায় তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তি একটি দোকানে সিগারেট কিনতে যান। এ সময় ফারুক নামে এক যুবক তার কাছে ঈদের বকশিশ চায়।

এ সময় তিনি বকশিশ হিসাবে ১শ’ টাকা বের করে তাকে দিতে চাইলে সে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এক পর্যায়ে চাকু বের করে তার নিতম্বে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করে দেয়। তিনি আরও বলেন, এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

তবে হামলাকারি ফারুক পালিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আহত তোফাজ্জল হোসেন কাহালু উপজেলার নারহট্ট এলাকার আব্দুল বাসেদ সরকারের ছেলে। তবে তিনি মালগ্রাম এলাকায় বসবাস করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্যমূলক সাক্ষাৎ

বগুড়ার আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে : উপদেষ্টা ফরিদা আখতার