বগুড়ার কাহালুর কালাই কুমারপাড়ার এক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কালাই কুমারপাড়া গ্রামের প্রবাসী সুমনের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গরুর বাছুরসহ প্রায় কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে।
ঘটনার দিন গভীর রাতে সুমনের বাড়িতে আগুন লাগে। স্থানীয়রা আগুন নিভানো চেষ্টা করলেও বাড়ির আসবার পত্র, ধান, চাল, ডাল, নগদ টাকা এবং একটি গোয়াল ঘরসহ বসবাসের ৩টি কক্ষের সবকিছু পুড়ে যায়। অগ্নিকাণ্ডে গোয়াল ঘরে থাকা ৩ টি গরুর মধ্যে একটি বাছুর পুড়ে মারা যায় এবং বাঁকী ২ টি গরুও পুড়ে গেছে।
আরও পড়ুনকিভাবে বাড়িতে আগুনের সূত্রপাত হয় এখনও জানা যায়নি। কালাই ইউপি চেয়ারম্যান মো. জাবায়দুল ইসলাম সবুজ আজ বুধবার (২ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
মন্তব্য করুন