পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ২৫

বান্দরবানের লামায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে লামা-চকরিয়া সড়কের লামা উপজেলার মিরিঞ্জা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য লামা স্বাস্থ্য কমপ্লেক্স ও চকরিয়া হাসপাতালে পাঠান।
আহতরা হলেন: ফজল আহাম্মদ (৪৩), বাসচালক লিটন দাস (৪৩), হেলাল উদ্দিন (৩৫), বাসের হেলপার মো. আমজাদ (৩৩), নিজামুদ্দিন (৫৮), ফাহাদ (৩৮), তারিন (৭), শাহজাদা (৩২), নাজাত সিদ্দিকা (২৪)সহ মোট ২৫ জন।
আরও পড়ুনপ্রত্যক্ষদর্শীরা জানান, পর্যটকবাহী বাসটি চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া এলাকা থেকে বান্দরবানের লামায় যাচ্ছিল। পরে বাসটি লামা উপজেলার মিরিঞ্জা এলাকায় পৌঁছালে পাহাড়ি ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে ২৫ পর্যটক আহত হন।
এ ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, ঘটনার পর পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। গুরুতর আহত এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন