ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

খুলনায় অবৈধ অস্ত্র, নগদ অর্থ ও ভারতীয় রুপি উদ্ধার গ্রেপ্তার ৩

খুলনায় অবৈধ অস্ত্র, নগদ অর্থ ও ভারতীয় রুপি উদ্ধার গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক:  খুলনা সদর থানাধীন শামসুর রহমান রোডের শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু ও সোহাগ সৌরভের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। 


শুক্রবার (৪ এপ্রিল) ভোররাতে এই অভিযান চালানো হয়। এসময় অস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ নগদ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবু খুলনার কিশোর গ্যাংসহ অপরাধ জগতের একটি গ্রুপ নিয়ন্ত্রণ করে। তার নেতৃত্বে খুলনায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ব্যবসাসহ নানা অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। তার বিরুদ্ধে হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে। 

গোপন খবরের ভিত্তিতে শুক্রবার ভোর রাত চারটায় যৌথ বাহিনীর একটি টিম ও সদর থানা পুলিশ বাবুর বাড়িতে অভিযান চালায়। একই সময় পার্শ্ববর্তী অপর সন্ত্রাসী সোহাগ সৌরভের বাসায়ও অভিযান পরিচালিত হয়। 

অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু ও তার সহযোগী সন্ত্রাসী সোহাগের বাড়ি থেকে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি চাপাতি, দুটি মোটরসাইকেল, একটি পিস্তলের ম্যাগজিন, একটি লম্বা চাপাতি, একটি বিদেশি বাইনোকুলার, এক বোতল বিদেশি লিকার, ৩৮ লাখ ১৬ হাজার ৫৫৩ টাকা, পাঁচটি মোবাইল ফোন এবং চার হাজার ২৪০ ভারতীয় রুপি উদ্ধার হয়। 

ঘটনাস্থল থেকে গ্রেনেড বাবুর ভাই মো. রাব্বি চৌধুরী (২১), বাবা মো. জুনায়েদ চৌধুরী ওরফে মিন্টু (৭০) এবং সোহাগ সৌরভের মা সুষমা রানী সাহাকে গ্রেপ্তার করা হয়।

খুলনা সদর থানাধীন শামসুর রহমান রোডের শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু ও সোহাগ সৌরভের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। 

আরও পড়ুন

শুক্রবার (৪ এপ্রিল) ভোররাতে এই অভিযান চালানো হয়। এসময় অস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ নগদ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবু খুলনার কিশোর গ্যাংসহ অপরাধ জগতের একটি গ্রুপ নিয়ন্ত্রণ করে। তার নেতৃত্বে খুলনায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ব্যবসাসহ নানা অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। তার বিরুদ্ধে হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে। 

গোপন খবরের ভিত্তিতে শুক্রবার ভোর রাত চারটায় যৌথ বাহিনীর একটি টিম ও সদর থানা পুলিশ বাবুর বাড়িতে অভিযান চালায়। একই সময় পার্শ্ববর্তী অপর সন্ত্রাসী সোহাগ সৌরভের বাসায়ও অভিযান পরিচালিত হয়। 

অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু ও তার সহযোগী সন্ত্রাসী সোহাগের বাড়ি থেকে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি চাপাতি, দুটি মোটরসাইকেল, একটি পিস্তলের ম্যাগজিন, একটি লম্বা চাপাতি, একটি বিদেশি বাইনোকুলার, এক বোতল বিদেশি লিকার, ৩৮ লাখ ১৬ হাজার ৫৫৩ টাকা, পাঁচটি মোবাইল ফোন এবং চার হাজার ২৪০ ভারতীয় রুপি উদ্ধার হয়। 

ঘটনাস্থল থেকে গ্রেনেড বাবুর ভাই মো. রাব্বি চৌধুরী (২১), বাবা মো. জুনায়েদ চৌধুরী ওরফে মিন্টু (৭০) এবং সোহাগ সৌরভের মা সুষমা রানী সাহাকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল

সুষ্পষ্টভাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান তারেক রহমানের

লোকে লোকারণ্য নয়াপল্টন, চলছে শ্রমিকদলের সমাবেশ

কুষ্টিয়ায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশন থেকে য়ুবকের মরদেহ উদ্ধার

 নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

অর্থ আত্মসাতের দায়ে নারী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার