ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

তদন্ত দলকে হত্যার উদ্দেশ্য বোমা পুঁতে রাখা হয় : চিফ প্রসিকিউটর

তদন্ত দলকে হত্যার উদ্দেশ্য বোমা পুঁতে রাখা হয় : চিফ প্রসিকিউটর, ছবি: সংগৃহীত।

গুমের মামলা তদন্ত করতে যাওয়া দলকে হত্যার উদ্দেশ্য বোমা পুঁতের রাখা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

আজ রোববার (৬ এপ্রিল) কয়েকটি মামলার শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, ‘আমিসহ গুমের মামলা তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল। তবে কোনো ষড়যন্ত্র বিচার বাধাগ্রস্ত করতে পারবে না। তাজুল ইসলাম বলেন, হত্যা-গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা, আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা ও চানখারপুল গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন হাতে এসেছে। এর মধ্যে অন্তত দুটি মামলার ফরমাল চার্জ এ মাসেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

আরও পড়ুন

তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারকে বাধাগ্রস্ত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্র, স্ক্যান্ডাল ট্রাইব্যুনালের বিচারকাজ থামাতে পারবে না। ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কোনো দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে  ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান

খালেদা জিয়াকে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার হওয়া উচিত: আব্বাস

রায়পুরায় শোকসভা পালনের অভিযোগে আ. লীগ নেতা আটক

নওগাঁর মান্দায় দিনের বেলায় হাসপাতাল কোয়ার্টারে চুরি

স্বাধীনতা দিবসে ১০৪ মিনিট ভাষণ দিয়ে রেকর্ড গড়লেন মোদি

শহীদ সাজিদের মৃত্যু বার্ষিকীতে জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের খাবার বিতরণ