ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

স্কটল্যান্ডকে হারিয়ে ভালো শুরু বাংলাদেশের

স্কটল্যান্ডকে হারিয়ে ভালো শুরু বাংলাদেশের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। গতকাল আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগ্রেসরা। যেখানে স্কটল্যান্ড নারী দলকে পাঁচ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

লাহোরে আগে ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ড সংগ্রহ করে ৭ উইকেটে ২৫১ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫১ বল এবং পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। সোবহানা মোস্তারীর হাফ সেঞ্চুরিতে ম্যাচে আধিপত্য দেখায় বাঘিনীরা। ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান সোবহানা। এ ছাড়া ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফারজানা হক।

আরও পড়ুন

রিতু মনি করেন ৩৪ রান। ইশমা তানজিমের ব্যাটে আসে ২৬ রান। এর আগে স্কটল্যান্ডের হয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিন ব্যাটার। সারাহ ব্রেইস করেন ৫৮ রান, ডার্সি কার্টার করেন ৫৫ এবং ক্যাথেরেইন ফ্রেজার খেলেন ৫২ রানের অপরাজিত ইনিংস। ক্যাথেরেইন ব্রেইস খেলেন ৩১ রানের ইনিংস।

বাংলাদেশের হয়ে বল হাতে দুটি উইকেট নেন রিতু মনি। একটি উইকেট তুলে নেন মারুফা আক্তার। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে আগামী ১০ এপ্রিল। এর আগে ৮ এপ্রিল আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের মেয়েদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপর বাংলায় মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা

চট্টগ্রামে দখল-চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

গোয়েন্দা সংস্থা এলাকা ভিত্তিক তালিকা করে অপরাধীদের চিহ্নিত করছে: আইজিপি

বিএনপির পতনের জন্য মাঠে নামিনি: বিন ইয়ামিন মোল্লা

পটুয়াখালীর আ’লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বোস গ্রেফতার

সিরিয়ার কৃষিজমি পুড়িয়ে দিলো ইসরায়েলি বাহিনী