ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

এবার এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল বিএসএফ 

এবার এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল বিএসএফ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র বিরুদ্ধে মুরাদ মিয়া ওরফে মুন্না (৪০) নামের এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলের দকে বিজয়নগর উপজেলার ভারত সীমান্তবর্তী সেজামোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে জমিতে কৃষি কাজ করার সময় বিএসএফ সদস্যরা মুরাদকে কাঁটাতারের কাছ থেকে ধরে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুরুতর আহত অবস্থায় তাকে সীমান্তের শূন্য রেখায় ফেলে যায়। খবর পেয়ে স্বজনরা স্থানীয় মুকন্দপুর ক্যাম্পের বিজিবি সদস্যদের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুরাদের বড় বোন আমেনা খাতুন বলেন, আমার ভাইকে বিএসএফ ধরে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আমরা এ ঘটনার বিচার চাই।তার স্ত্রী রত্না বেগম বলেন, ‘আমার স্বামীর সারা শরীর পিটিয়ে কালো বানিয়ে মেরে ফেলেছে। আমি এখন দুই শিশু সন্তান নিয়ে কোথায় যাবো?’ তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

আরও পড়ুন

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, মুরাদ ভারতীয় সীমান্ত অতিক্রম করার পর তাকে মারধোর করা হয়। তবে তাকে বিএসএফ নাকি চোরাকারবারিরা পিটিয়ে হত্যা করেছে তা আমরা এখনও নিশ্চিত হতে পারেনি। তবে এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবহারের অভাবে বগুড়ার ধুনটে যমুনা নদীর তীরে নষ্ট হচ্ছে সরকারের অর্ধকোটি টাকার নৌকা

জুলাই সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে, তত দ্রুত ভোটের দিকে যাওয়া যাবে : নাহিদ

বগুড়া শহরে তুর্য নামের যুবক ছুরিকাহত

সিরাজগঞ্জের কাজিপুরে ব্যবসায়ীর বাড়িতে আগুন, ক্ষতি ৫ লাখ টাকা

লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন বুয়েটের শিক্ষার্থীরা

চীনের পথে এনসিপির ৮ নেতা