মহেশখালীতে পূর্ব শত্রুতার জেরে গুলি, নিহত ১

নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে আবুল হোসেন ওরফে আবু (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। নিহত আবুল হোসেন একই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
এ ঘটনায় নিহতের ভাই মো. হোসেন বাদী হয়ে প্রতিপক্ষ মোহাম্মদ হোসেনের ছেলে লোকমানসহ সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।
আরও পড়ুনমো. হোসেন বলেন, “আমাদের সঙ্গে প্রতিবেশী মোহাম্মদ হোসেন ও তার ছেলেদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ এবং মামলা চলছে। সেই বিরোধের জেরে গতকাল দিবাগত রাতে তারা আমাদের বাড়িতে হামলা চালায়। তারা আমার ভাই আবুল হোসেনকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে।”
মহেশখালী থানার ওসি কায়সার হামিদ বলেন, “নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়া গেছে, মামলা প্রক্রিয়াধীন।”
মন্তব্য করুন