ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে গোবিন্দের স্ত্রীর হুঁশিয়ারি

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা। সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক : বেশ কয়েক মাস ধরেই বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিবাহ বিচ্ছেদের জল্পনা চলছে। গত বছরের শেষ দিক থেকেই এই তারকা দম্পতির দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। ঘনিষ্ঠ সূত্রের খবর, তাদের দীর্ঘ দাম্পত্যে নাকি ইতি টানতে চলেছেন তারা।

সুনীতা আহুজাকেও বিভিন্ন সময়ে তার স্বামীর বিষয়ে মুখ খুলতে দেখা গেছে। কখনও তিনি জানিয়েছেন যে তিনি সন্তানদের নিয়ে আলাদা থাকেন এবং গোবিন্দ তার নিজের মতো জীবনযাপন করেন। আবার কখনও স্বামীকে নিয়ে পরকীয়ার আশঙ্কার কথাও বলেছেন তিনি। এমনকি একটি সাক্ষাৎকারে সুনীতা এমনও মন্তব্য করেছেন যে গোবিন্দর মতো স্বামী তিনি আর চান না। এসব মন্তব্যের জেরেই তাদের বিবাহবিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়।

তবে এবার বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ উঠতেই ক্ষোভ ঝাড়লেন সুনীতা। স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিলেন তিনি। 

সুনীতা বলেন, 'কিছু মানুষ রাস্তার কুকুরের মতো ভৌ-ভৌ করতে থাকে। আমি অথবা গোবিন্দ যতক্ষণ না বিচ্ছেদ নিয়ে কোনো কথা বলছি, ততক্ষণ পর্যন্ত আপনারা কিছুই বিশ্বাস করবেন না।'

আরও পড়ুন

সম্প্রতি ষাট বছরে পা দেওয়া গোবিন্দর বিরুদ্ধে প্রায় অর্ধেক বয়সী এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় জড়ানোর গুঞ্জন শোনা যায়। মনে করা হচ্ছে, এই সম্পর্কের জেরেই তাদের সংসারে অশান্তি। এমনও শোনা যায় যে সুনীতা এখন আর স্বামীর সঙ্গে এক ছাদের নীচেও থাকেন না। এর আগে গোবিন্দ গুলিবিদ্ধ হয়েছিলেন এবং অসুস্থও হয়ে পড়েছিলেন রাজনৈতিক প্রচারে বেরিয়ে। এসব ঘটনা তাদের সম্পর্ক নিয়ে জল্পনাকে আরও বাড়িয়ে তোলে।

এভাবেই একের পর এক প্রশ্ন এবং চর্চার মধ্যে যখন বিষয়টি ক্রমশ জটিল হয়ে উঠছিল, তখনই অবশেষে মুখ খুললেন সুনীতা আহুজা এবং স্পষ্ট ভাষায় জানালেন যে যতক্ষণ না তারা নিজেরা কিছু বলছেন, ততক্ষণ পর্যন্ত বিবাহবিচ্ছেদের জল্পনাকে বিশ্বাস করার কোনো কারণ নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করল ইরান

পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নাশকতা ও হত্যাচেষ্টার মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

পাবনার ঈশ্বরদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী আটক

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

খুলনায় ৪৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১