ভিডিও শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

বগুড়ার ধুনটে জমি থেকে ধানের চারা উপড়ে বেদখলের চেষ্টা

বগুড়ার ধুনটে জমি থেকে ধানের চারা উপড়ে বেদখলের চেষ্টা। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে পূর্ববিরোধের জের ধরে এক কৃষকের জমি থেকে রোরো ধানের চারা উপড়ে ফেলে বেদখলের চেষ্টার অভিযোগে উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় ক্ষতিগ্রস্ত ওই কৃষক হাফিজার রহমান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। হাফিজার রহমান উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের মীর বক্সের ছেলে। এর আগে মঙ্গলবার রাত সাড়ে সাড়ে ১১টায় জোড়শিমুল গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক হাফিজার রহমানের সাথে প্রতিবেশী আছমত আলীর ছেলে আলতাব হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। চলতি মৌসুমে হাফিজার রহমান বিবাদমান ১৯ শতক জমিতে বোরো ধানের চারা রোপণ করেন। এ অবস্থায় আলতাব হোসেন ও তার লোকজন মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ওই ১৯ শতক জমির বোরো ধানের চারা উপড়ে ফেলে বেদখলের চেষ্টা করে।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজার রহমান বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ওই অভিযোগে আলতাব হোসেনসহ চারজনকে অভিযুক্ত করা হয়েছে। প্রতিপক্ষের লোকজনের সঙ্গে এই জমি নিয়ে আগে একাধিকবার বিচার শালিস হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। এবিষয়ে সরেজমিন গিয়ে অভিযুক্ত আলতাব হোসেন ও তার লোকজনকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, ক্ষতিগ্রস্ত কৃষক এ বিষয়ে একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়েকে উত্ত্যক্ত করায় বাবা খুন মরদেহ রেখে কান্নাভেজা চোখে পরীক্ষা দিতে গেল মেয়ে

হালদা নদীতে তিন ঘন্টা পর মিলল নিখোঁজ যুবকের মরদেহ 

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন মিষ্টির দোকান থেকে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

ধর্ষণের দৃশ্যে অভিনয়ের তিক্ত অভিজ্ঞতা জানালেন দিয়া মির্জা

বগুড়ার ধুনটে সেতুর দুই পাশের রেলিং ভাঙা, ঝুঁকিপূর্ণ চলাচল