ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

ঢাকার কামরাঙ্গীচরে গণপিটুনিতে দুই যুবক নিহত

ঢাকার কামরাঙ্গীচরে গণপিটুনিতে দুই যুবক নিহত, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীচরে গণপিটুনিতে নাদিম ও মাসুদ নামে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। বুধবার ( ৯ এপ্রিল) রাতে সিলেটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

লালবাগ শহিদ নগর এলাকার সুলতান মিয়ার ছেলে নাদিম। কামরাঙ্গীরচর আচার ওয়ালা ঘাট এর সোনা মিয়ার ছেলে মাসুদ। কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেশ কিছু দিন আগে চাঁদাবাজির ঘটনায় জনৈক এক ব্যবসায়ী সেখানকার কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। সন্ত্রাসীরা ওই মামলা তুলে নেয়ার জন্য ওই ব্যবসায়ীকে হুমকি ধামকি দিয়ে আসছিল। আজ রাতে ৪/৫ জন সিলেটিয়া বাজার এলাকায় গিয়ে হুমকি ধামকি দিতে যায়। তখন তাদের মধ্যে বাকবিতণ্ডা ঝগড়াঝাঁটি শুরু হয়। পরে এলাকাবাসী তাদের কে ঘিরে ফেলে গণ ধোলাই দেয়, এতে ঘটনাস্থলে মাসুদ নামে এক জন মারা যায়। আর দুই জনকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা পালিয়ে যায়।ঢামেক হাসপাতালে নেয়ার পর নাদিম নামে এক জনকে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে এগারোটায় মৃত ঘোষণা করেন। নিহত নাদিম ও মাসুদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে। 

আরও পড়ুন

এ ঘটনায় সোহাগ নামে আরেক জন চিকিৎসাধীন রয়েছে বলে জানতে পেরেছি বলেও জানান এসআই।  প্রাথমিকভাবে এসব তথ্য জানা গেছে। এছাড়াও অন্য কোন কারণ রয়েছে কিনা তা তদন্তের পর বলা যাবে। বর্তমানে পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপ খেলতে ভারত গেল বাংলাদেশ দল

গাইবান্ধার সাদুল্লাপুরে স্কুলব্যাগ পেয়ে উচ্ছ্বসিত ৪ শতাধিক শিক্ষার্থী

বগুড়ার আদমদীঘিতে পাচারকালে এক হাজার ৭০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জরিমানা

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

২৪ কেজি গাঁজাসহ ৩ নারী গ্রেফতার

বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু