ভিডিও শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় অভিযুক্ত ছাত্রদল নেতা কারাগারে

ছাত্রদল নেতা সাগর হোসেন শুক্কুর।

লক্ষ্মীপুরের রামগঞ্জের নারায়নপুর এলাকায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ও বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে আটক করে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে একজনকে ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গাজীপুরের কালীগঞ্জ থানার পূবাচল এলাকা থেকে দুইজনকে আটক করা হয়।

আটক ছাত্রদল নেতার নাম সাগর হোসেন শুক্কুর। জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক। এ ঘটনায় আটক ইছাপুর ইউনিয়ন ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুল কাদেরকে পারিবারিক জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার। ওসি বলেন, হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর হামলার সাথে সাগর হোসেন শুক্কুরের সত্যতা পাওয়া গেছে। তবে তাদের বিরুদ্ধে মামলা না করায় সাগরকে ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে আটক আবদুল কাদেরকে পারিবারিক জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ৩০ মার্চ রাতে রামগঞ্জ উপজেলার নারায়নপুর এলাকায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠে, জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মঞ্জু নারায়ানপুর এলাকায় নিজ বাড়িতে আসেন। তিনি শেখ হাসিনার পতনের পর থেকে পলাতক ছিলেন।  ঘটনার দিন সন্ধ্যার পর এলাকায় মেহেদী হাসান মঞ্জুকে এলাকায় দেখতে পেয়ে ছাত্রদল নেতা সাগর হোসেন শুক্কর নেতৃত্বে কয়েকজন মিলে তাকে মারধর করার চেষ্টা চালায়। এ খবর শুনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা এগিয়ে বিষয়টি জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে সাগর হোসেন শুক্কুরসহ কয়েকজন তথ্য উপদেষ্টার বাবাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে তিনি হাতে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে চলে যান।

এ ঘটনার দুই দিন পর বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপির নেতারা তথ্য উপদেষ্টা বাবা আহত বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্ছু মোল্লাকে দেখতে সমবেদনা জানাতে ছুটে যান। এ সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী

রণবীরের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন ক্যাটরিনা

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

যুক্তরাষ্ট্রের ১৫ প্রেক্ষাগৃহে চলবে শাকিবের ‘বরবাদ’

গাজায় ইসরায়েলের হামলা : নিহত ৪০

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা