ঠাকুরগাঁওয়ের হরিপুরে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে গভীর রাতে এক অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত অনুমানিক ৩ টায় উপজেলার বশারগাঁও গ্রামে রব্বানীর বাড়িতে।
সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। গরুঘরে মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের রব্বানী বলেন, এই অগ্নিকান্ডে গরুঘর সহ দুটি ঘর আগুনে পুড়ে যায়।
আরও পড়ুনএতে গরুঘরে থাকা দুটি গরু, একটি ছাগল সহ হাঁস মুরগি আগুনে পুরে মারা যায়। এতে আমার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মন্তব্য করুন