চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের দুই পৃথক অভিযানে ব্যাংক চেক ডিসঅনার মামলায় দেড় মাসের কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি শামীম রেজা (৪০) এবং মাদক মামলায় দুই বছর কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি সাগর আলী (২৯) গ্রেফতার হয়েছেন।
র্যাব জানায়, গত বুধবার রাত সাড়ে ৮ টায় শিবগঞ্জের লালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শামীম এবং গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় শিবগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করা হয়। শামীম শিবগঞ্জের নিচুধুমী গ্রামের সাহাব উদ্দিনের ছেলে এবং সাগর শিবগঞ্জের শ্যামপুর এলাকার সাদিকুল ইসলামের ছেলে।
আরও পড়ুনগতকাল বৃহস্পতিবার রাত ১০ টায় র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান দুটি নিশ্চিত করে বলা হয়, গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন