গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০৭টি গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে ক্রয়কৃত ৩৩ শতক জমির ৫০৭ টি আকাশমণি গাছ কেটে ফেলার অভিযোগ করা হয়েছে পতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের খাংসা মৌজায় এ ঘটনায় ঘটে। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতির দাবি করেছেন জমির মালিক।
গোবিন্দগঞ্জ থানায় এ ব্যাপারে দায়ের করা এজাহারের বাদি উপজেলার দরবস্ত ইউনিয়নের তালুক রহিমাপুর গ্রামের মৃত জফের উদ্দীন শেখের পুত্র জাহিদ হাসান উল্লেখ করেন, একই উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের তরফমনু (কাইয়াগঞ্জ) গ্রামের মৃত তবিবুর রহমান চৌধুরীর পুত্র আবু তৌফিক রাশেদ চৌধুরীর কাছ থেকে কবলা দলিলমুলে ২০১৪ সালে ৩৩ শতক জমি ক্রয় করেন।
আরও পড়ুনএরপর এই জমিতে ৫০৭টি আকাশমণি গাছ ছাড়াও বিভিন্ন ধরণের গাছ রোপণ করে জমি ভোগ দখল করে আসছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ২০/২৫ জন সশস্ত্র ব্যক্তি এই জমির চার বছর বয়সি ৫০৭টি আকাশমনি গাছ কেটে ফেলে। যার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন