ভিডিও শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

আমি আপনাদের পাশে ছিলাম আগামীতেও থাকব - সাবেক এমপি মোশারফ হোসেন

আমি আপনাদের পাশে ছিলাম আগামীতেও থাকব - সাবেক এমপি মোশারফ হোসেন। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। আপনারা নির্ভয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করুন। আজ শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল পশ্চিম পাড়া রাধা গোবিন্দ মন্দিরে অষ্টম প্রহর ব্যাপি হরিবাসর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় উপজেলা বিএনপি সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন,সাধারণ সম্পাদক নুরনবীসহ নন্দীগ্রাম ও কাহালু উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পরে প্রধান অতিথি মন্দির কমিটির সভাপতি রমানাথ সাহার হাতে নগদ অর্থ তুলে দেন। ওই সময় মন্দির কমিটির সাধারণ সম্পাদক উজ্জল সাহাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ ভক্তবৃন্দ, সনাতন ধর্মাবলম্বীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত

নওগাঁর আত্রাইয়ে বোরো ধানের সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় বিয়ের পিঁড়িতে বসলো রেখা বেগম

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসি ফিরবে - সাবেক এমপি মোশারফ হোসেন

টাঙ্গাইলে চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলা