সিরাজগঞ্জে যত্রতত্র যাত্রী ওঠানো-নামানোয় ৪ বাস কাউন্টারের জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি : যেখানে সেখানে বাস দাঁড় করে রাখা, নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠা-নামানো করায় সিরাজগঞ্জে দূরপাল্লার চারটি বাস কাউন্টারকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। যানজট নিরসনে গতকাল শুক্রবার সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে নিউ ঢাকা রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
জরিমানা প্রাপ্ত কাউন্টারগুলো হলো- নিউ ঢাকা রোডের এসআই এন্টারপ্রাইজ, সেবা লাইন, অভি এন্টারপ্রাইজ ও এস ট্রাভেলস কাউন্টার। সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু জানান, জেলা শহরের বাজার স্টেশন এলাকাকে যানজটমুক্ত রাখতে এ অভিযান চালানো হয়।
আরও পড়ুনএসময় যত্রতত্র বাস দাঁড় করিয়ে রাখা ও যাত্রী ওঠা-নামানোর দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক অভি ও এসআই এন্টারপ্রাইজের কাউন্টারকে ৩ হাজার করে ৬ হাজার টাকা এবং এস ট্রাভেলস ও সেবা লাইনের কাউন্টারকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন