ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

বগুড়ার সোনাতলায় টোল আদায়কালে সেনাবাহিনীর হাতে আটক ১

বগুড়ার সোনাতলায় টোল আদায়কালে সেনাবাহিনীর হাতে আটক ১

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় পৌরসভার রশিদ দিয়ে টোল আদায়ের সময় জাহাঙ্গীর আলম (৩৩) নামের এক যুবককে সেনাবাহিনীর সদস্যরা হাতেনাতে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। পরে ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকলে সাড়ে ৪টার দিকে সোনাতলা পৌর এলাকার রংধনু মার্কেটের সামনে কামারপাড়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম পৌরসভার রশিদ বই ব্যবহার করে বিভিন্ন ধরনের যানবাহনের চালকের কাছ থেকে টোল আদায় করছিল। এসময় ওই রাস্তা দিয়ে সোনাবাহিনীর টহল গাড়ি যাতায়াতের সময় চাঁদা আদায়ের দৃশ্যটি সেনা সদস্যদের চোখে পড়ে।

এসময় ওই যুবককে তারা হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন যাবত এক শ্রেণির মুখচেনা ব্যক্তিরা পৌরসভার রশিদ বই ব্যবহার করে টোল আদায় করছে। এতে করে পরিবহন মালিকদের সাথে টোল আদায়কারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটলেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

আরও পড়ুন

এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার ১২ এপ্রিল) ওই যুবককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েতের ডাক

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম