ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

বগুড়ার সোনাতলায় টোল আদায়কালে সেনাবাহিনীর হাতে আটক ১

বগুড়ার সোনাতলায় টোল আদায়কালে সেনাবাহিনীর হাতে আটক ১

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় পৌরসভার রশিদ দিয়ে টোল আদায়ের সময় জাহাঙ্গীর আলম (৩৩) নামের এক যুবককে সেনাবাহিনীর সদস্যরা হাতেনাতে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। পরে ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকলে সাড়ে ৪টার দিকে সোনাতলা পৌর এলাকার রংধনু মার্কেটের সামনে কামারপাড়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম পৌরসভার রশিদ বই ব্যবহার করে বিভিন্ন ধরনের যানবাহনের চালকের কাছ থেকে টোল আদায় করছিল। এসময় ওই রাস্তা দিয়ে সোনাবাহিনীর টহল গাড়ি যাতায়াতের সময় চাঁদা আদায়ের দৃশ্যটি সেনা সদস্যদের চোখে পড়ে।

এসময় ওই যুবককে তারা হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন যাবত এক শ্রেণির মুখচেনা ব্যক্তিরা পৌরসভার রশিদ বই ব্যবহার করে টোল আদায় করছে। এতে করে পরিবহন মালিকদের সাথে টোল আদায়কারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটলেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

আরও পড়ুন

এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার ১২ এপ্রিল) ওই যুবককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র, সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ : তাইয়্যিপ এরদোয়ান

দিল্লির ২০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ৪৭৫ জন

নারায়ণগঞ্জে মধ্যরাতে এনসিপির তোরণে দুর্বৃত্তদের আগুন

ভারতের বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু

যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন উচ্চারিত হবে জুলাই যোদ্ধাদের নাম