বগুড়ায় শিশু শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় নিজঘর থেকে প্রাপ্তি বালা (১১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই স্কুলছাত্রীর মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। আজ রোববার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে ধুনট থানা থেকে প্রাপ্তি বালার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাপ্তি বালা উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা পাড়ের বানিয়াজান গ্রামের পবন চন্দ্র মন্ডলের মেয়ে। সে বানিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর ভাঙন জনপদের দিনমজুর পবন চন্দ্রের স্ত্রী ও মেয়েকে নিয়ে অভাব অনটনের সংসার। পবন চন্দ্র ও তার স্ত্রী উপুলী রানী দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। অন্যান্য দিনের মতো শনিবার সকালে প্রাপ্তি বালাকে বাড়িতে রেখে পবন চন্দ্র ও উপুলী রানী যমুনা নদীর চরে দিনমজুরের কাজ করতে যান। ওই সময় বাড়িতে একা ছিল প্রাপ্তি বালা। সন্ধ্যা ৬টায় পবন চন্দ্র ও উপুলী রানী যমুনা নদীর চর থেকে বাড়িতে ফেরেন। তারা ঘরের দরজা খুলে ভেতরে দেখতে পান তীরের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রাপ্তি বালার ঝুলন্ত লাশ। সংবাদ পেয়ে থানা পুলিশ রাত ৮টায় ঘটনাস্থল থেকে প্রাপ্তি বালার মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টায় বাড়ির পাশের দোকান থেকে বিস্কুট কিনে এনেছে প্রাপ্তি বালা। ওই সময় তার চোখে মুখে হাসি ছিল। এই মেয়ে কী কারণে আত্মহত্যা করবে? তবে মেয়েটির মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা। এ বিষয়ে নিহত প্রাপ্তি বালার বাবা পবন চন্দ্র মন্ডল বলেন, মেয়েকে একা বাড়িতে রেখে সকালে চরে কাজ করতে গিয়েছি। সন্ধ্যায় বাড়ি ফিরে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই। আমাদের কোন শত্রু নেই। মেয়ে কেন আত্মহত্যা করছে তাও সঠিক করে বলতে পারছি না। তবে এ মৃত্যু নিয়ে আমার কোন অভিযোগ নেই।
আরও পড়ুনধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক (ইউডি) মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত প্রাপ্তি বালার মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হচ্ছে না।
মন্তব্য করুন