জয়পুরহাটের কালাইয়ে সেচ পাম্পের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে পুকুরে নেমে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ছেঁড়া-ফাটা তারে জড়িয়ে বোরহান উদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। বোরহান উদ্দিন গঙ্গাদাসপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
গ্রামবাসী জানান, বোরহান বিকেলে বাড়ির পাশে একটি পুকুরের পানি ওঠাতে সেচ পাম্প স্থাপন করেন। বাড়ির ভেতর থেকে বৈদ্যুতিক তার টেনে সেচ পাম্পে সংযোগ দিতে নেমে অসাবধনতায় ছেঁড়া-ফাটা তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে শান্তিনগর এলাকায় তিনি মারা যান।
আরও পড়ুনকালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে আসতে চাইলে স্বজনদের পক্ষ থেকে না দাবির লিখিত আবেদনের প্রেক্ষিত লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন