ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ দেড় ঘণ্টা পর স্বাভাবিক

যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ দেড় ঘণ্টা পর স্বাভাবিক, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী মোংলা কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুতর ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সোমবার (১৪ এপ্রিল) ১০টা ২০ মিনিটের দিকে যশোর রেল স্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর বিকল্প পথে খুলনা-যশোর থেকে সারা দেশের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

রেলের যাত্রী ও স্টাফরা জানান, সকাল ৯টায় বেনাপোল থেকে মোংলাগামী মোংলা কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। সকাল ১০টা ২০ মিনিটে যশোর জংশনে প্রবেশের সময় রেলগেট ক্রসিং এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়।যশোর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান জানান, প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ক্রসিং থেকে লাইনচ্যুত বগিটি প্রথম ট্র্যাকে ঠেলে দেওয়া হয়। এরপর দ্বিতীয় ট্র্যাকটি সচল করা হলে ১১টা ৪০ মিনিটের দিকে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়।তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ শনাক্ত ও লাইনচ্যুত বগিটি ট্র্যাক থেকে সরিয়ে নিতে রেলওয়ের প্রকৌশলীরা কাজ করছেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উর্বশীর সাজ নিয়ে অনুরাগীদের নানা কটাক্ষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৩ জনকে অব্যাহতি

‘প্রধান উপদেষ্টা’ হিসেবে প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে পৌঁছেছেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন ড. ইউনূস

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের