ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

বগুড়ার ধুনটে যুবলীগ নেতার বিরুদ্ধে সরকারি জায়গা বেদখলের অভিযোগ

বগুড়ার ধুনটে যুবলীগ নেতার বিরুদ্ধে সরকারি জায়গা বেদখলের অভিযোগ। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ইবনে সাউদ ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে সরকারি জলাশয়ের জায়গা বেদখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই এলাকার ব্যবসায়ী ইব্রাহীম হোসেন ও শিহাব উদ্দিন বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে আইওর দিঘি নামে সাড়ে ৩ একর আয়তনের একটি সরকারি জলাশয় রয়েছে। জলাশয়টি উপজেলা পরিষদ থেকে বার্ষিক ইজারা বন্দোবস্ত দেওয়া হয়। জলাশয়ের দক্ষিণ-পশ্চিম কোনে পাড়ের প্রায় ৩৩ শতক জায়গা দখল নিয়েছে যুবলীগ নেতা ইবনে সাউদ ও তার পরিবারের লোকজন।

তারা সেখানে প্রায় ১২ বছর ধরে আধাপাকা দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করছে। অবৈধভাবে গড়ে তোলা ওই ব্যবসা প্রতিষ্ঠান জলাশয়ের ভাঙন থেকে রক্ষা করতে সরকারি অর্থায়নে প্যালাসাইটিং নির্মাণ করা হয়েছে।  
এদিকে জলাশয়ের পাড় দখল করে দোকান ঘর নির্মাণ করায় মাছ চাষ ব্যহত হচ্ছে। ফলে জলাশয় ইজারাদারের অংশীদার নাংলু গ্রামের ইব্রাহীম হোসেন ও সিহাব উদ্দিন গত ৮ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগে ইবনে সাউদ ও তার ভাই ইউপি সদস্য আব্দুল বাছেদ বাটুলসহ ৩ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে যুবলীগ নেতা ইবনে সাউদ বলেন, আমার নিজস্ব জায়গার সাথে জলাশয়ের পরিত্যক্ত জায়গার কিছু অংশে দোকান ঘর নির্মান করা হয়েছে। এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল এ তথ্য নিশ্চিত করে বলেন, পৃথক দু’টি অভিযোগ সরেজমিন তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার তদন্ত প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত

নওগাঁর আত্রাইয়ে বোরো ধানের সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় বিয়ের পিঁড়িতে বসলো রেখা বেগম

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসি ফিরবে - সাবেক এমপি মোশারফ হোসেন

টাঙ্গাইলে চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলা