ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

বগুড়ার সোনাতলা আউচারপাড়া উচ্চ বিদ্যালয়ে ২৪ বছরেও নির্মিত হয়নি একাডেমিক ভবন

বগুড়ার সোনাতলা আউচারপাড়া উচ্চ বিদ্যালয়ে ২৪ বছরেও নির্মিত হয়নি একাডেমিক ভবন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় যমুনা নদীর চরে অবস্থিত আউচারপাড়া উচ্চ বিদ্যালয়টিতে দীর্ঘদিনেও একাডেমিক ভবন নির্মাণ করা হয়নি। ফলে জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান। প্রচন্ড গরমে এবং ঝড়বৃষ্টির সময় শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়।

সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের বংশবাড়ী এলাকায় ২ হাজার সালে প্রতিষ্ঠিত আউচারপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়। পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানটি মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়। বর্তমানে ওই প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ৩১৬ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিবছর এই প্রতিষ্ঠানের মাধ্যমিক পরীক্ষার ফলাফলও সন্তোষজনক। তবে প্রতিষ্ঠানটিতে নেই কোন একাডেমিক ভবন। প্রতিষ্ঠাকালীন সময়ে একটি টিনশেডের প্রায় সাড়ে ৩শ’ ফিট আধাপাকা কক্ষ আছে।

এদিকে ঝড়বৃষ্টির দিনে বিদ্যালয়ের ওই টিনশেড ভবনে ভয়ে ও উৎকন্ঠায় লেখাপড়ায় মনোনিবেশ করতে পারে না শিক্ষার্থীরা। এছাড়াও বিদ্যালয়ের পূর্ব ও পশ্চিম পাশের দুটি খালের জন্য বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের পারাপারে ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় পারাপার হতে গিয়ে শিক্ষার্থীদেরকে দুর্ঘটনার শিক্রা হতে হয় । 
এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের সভাপতি প্রফেসর ছালজুর রহমান বেপারী বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় চরাঞ্চলবাসীর ছেলে-মেয়েদের লেখাপড়ার কোন ব্যবস্থা ছিল না। স্থানীয়দের উদ্যোগে ২০০০ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলেও আজ অবধি উক্ত প্রতিষ্ঠানে কোন একাডেমিক ভবন নির্মাণ হয়নি। ফলে প্রতিষ্ঠানটিতে ভৌত অবকাঠামোর চরম ঘাটতি রয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: শাহজাহান মিয়া বলেন,ক্ষমতাবান অনেকে উক্ত প্রতিষ্ঠানে ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি। এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি চরাঞ্চলে প্রতিষ্ঠিত হলেও লেখাপড়ার মান ভালো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৭ আগস্ট

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের ল্যাবে আগুন, আহত ২৫ শিক্ষার্থী

মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি

সরকারের চিঠি পাওয়ার পর তফশিল-ভোটের তারিখ ঠিক করা হবে

সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে পরমাণু বিজ্ঞানীকে ফাঁসি