ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে দেড়শতাধিক চাল কুমড়োর গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

পঞ্চগড়ের আটোয়ারীতে দেড়শতাধিক চাল কুমড়োর গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে শত্রুতার জেড়ে এক কৃষকের চাল কুমড়োর গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি গত সোমবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামে ঘটেছে।

উল্লেখ্য, ওই গ্রামের জনৈক খায়রুল ইসলামের ছেলে ফারুক হোসেনের ২ কাঠা জমির দেড়শতাধিক চাল কুমড়োর গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আটোয়ারী থানা ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন কৃষক ফারুক হোসেন। অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, গত সোমবার সন্ধ্যা পর্যন্ত চাল কুমড়োর মাঠে কাজ করেছেন ফারুক। কাজ শেষ করে বাড়ি ফিরে পুনরায় চাল কুমড়োর গাছ গুলো দেখতে যান তিনি। তখনও সব ঠিকঠাক ছিল। কিন্তু সকালে কাজ করতে এসে দেখতে পান যে তার চাল কুমড়ো’র বাগানের মাঝখানে দেড়শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে।

কৃষক ফারুক হোসেন জানান, গত সোমবার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতে কাজ করেছি। রাতেও একবার পাহারা দিয়ে গেছি। কিন্তু সকালে এসে দেখি দুর্বৃত্তরা আমার চাল কুমড়ো’র প্রায় দেড় শতাধিক গাছ কেটে ফেলেছে। ব্যাংক ঋণ ও বিভিন্ন জনের কাছ থেকে ধার-দেনা করে অনেক কষ্ট করে লাভের আশায় কুমড়ো’র চাষ করেছিলাম। কিন্তু শত্রুরা আমার সব শেষ করে দিল। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

আরও পড়ুন

কৃষি অফিসার মো: মোস্তাক আহমেদ জানান, ফারুক হোসেন নামে ওই কৃষকের চাল কুমড়ো’র গাছগুলো কেটে ফেলার বিষয়ে আমরা ইতোমধ্যে অবগত হয়েছি। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শন করে গাছ কেটে ফেলার সত্যতা পেয়েছে। তিনি জানান, প্রশাসনের সহযোগিতায় দ্রুত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্রুব’ থেকে আজ প্রকাশ পাচ্ছে জয়ের ‘ফিরবে না’

মুন্সিগঞ্জে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মাসিক বিলের পাশাপাশি আদানির বকেয়া শোধ করছে বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ মানুষের টিকে থাকার জন্য জরুরি: ফরিদা আখতার

দুই বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী

পতিত স্বৈরাচারের পুনরুত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তারেক রহমান