ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

এবার রোনালদোদের কোচ হচ্ছেন মরিনহো

এবার রোনালদোদের কোচ হচ্ছেন মরিনহো, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফুটবলবিশ্বে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা যেন জোসে মরিনিয়োর নিত্যদিনের কাজ। ইউরোপের অনেক ক্লাবের ডাগআউটে দাঁড়িয়ে তিনি যেমন নিজের মাস্টারক্লাস ফুটবল দর্শন দিয়ে দলকে করেছেন ইউরোপ সেরা আবার বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সৃষ্টি করেছেন বিতর্ক। তাই ফুটবলভক্তদের কাছে তিনি পেয়েছেন ‘স্পেশাল ওয়ান’ খ্যাতি। এবার এই পর্তুগিজ কোচকে নিয়ে নতুন গুঞ্জনতিনি নাকি পর্তুগাল জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন।

সংবাদমাধ্যম সিএনএন-এর খবর অনুযায়ী, বর্তমানে তুর্কি ক্লাব ফেনারবাচের দায়িত্বে থাকা মরিনিয়োর ওপর তীক্ষè নজর রাখছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তাদের সূত্র জানিয়েছে, এই গ্রীষ্মেই পর্তুগালের দায়িত্ব নিতে পারেন এই অভিজ্ঞ কোচ। তেমনটা হলে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ফের জুটি বাঁধবেন তার এই পুরনো গুরু। যদিও ক্রিশ্চিয়ানো রোনালদোকে কোচিং করানো মরিনিয়োর জন্য নতুন কিছু নয়। এর আগে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রিয়াল মাদ্রিদের ম্যানেজারের দায়িত্বে ছিলেন মরিনিয়ো। সেই সময় ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তার জুটি ছিল ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণ। আবারও সেই রসায়ন দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। তবে মরিনিয়োকে নিয়ে গুঞ্জন থাকলেও প্রশ্ন রয়েছে বর্তমান পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজকে ফেডারেশন বদলাবে কিনা তা নিয়ে। বিশেষ করে যখন ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে মাত্র এক বছরের মতো সময় বাকি।

গোল ডটকমের তথ্য অনুযায়ী,আগামী জুনে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে পর্তুগাল। তার আগে মরিনিয়োর প্রসঙ্গ নিয়ে আলোচনা করে দলের মনোযোগে ব্যাঘাত ঘটাতে চাইছে না পর্তুগিজ ফেডারেশন। ওই টুর্নামেন্টে স্বাভাবিকভাবেই ডাগআউটে থাকবেন বর্তমান কোচ মার্টিনেজ। ধারণা করা হচ্ছে, নেশন্স লিগে পর্তুগালের ফল (তৃতীয় স্থান, রানার্সআপ অথবা চ্যাম্পিয়ন) নির্ধারণের পরই কোচ পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অন্যদিকে,এই মুহূর্তে জোসে মরিনিয়োর পুরো মনোযোগ তার বর্তমান ক্লাব ফেনারবাচের দিকে। তুর্কি সুপার লিগে শিরোপা জেতাই এখন তার প্রধান লক্ষ্য। বর্তমানে লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ফেনারবাচে, শীর্ষে থাকা গ্যালাতাসারের চেয়ে তারা ৩ পয়েন্ট পিছিয়ে। তবে এখনও দুই দলেরই ৭টি করে ম্যাচ বাকি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার দেশব্যাপী মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

৫শ’ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট দেওয়ার ঘোষণা

বর্তমান সংবিধানের মধ্যমে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা সম্ভব নয় : আখতার হোসেন

 হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে গেল আল নাসর

কঙ্গোতে আগুন লেগে নৌকাডুবিতে নিহত ১৪৮

জন্মদিনের উপহার নয়, ম্যাচ জয়ী উপহার চান সিমন্স