ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সমর্থকদের হতাশ করেছেন এমবাপে

সমর্থকদের হতাশ করেছেন এমবাপে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ও ব্যালন ডি’র জয়ের আশা নিয়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন কিলিয়ান এমবাপে। ২০২৩ সালের ৩ জুন স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে এমবাপের পাঁচ বছরের চুক্তির আনুষ্ঠানিক ষোষণা আসে। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম মৌসুমে যা দেখলেন, তাতে হতাশ হওয়া ছাড়া কিছুই করার নেই ফরাসি তারকার।

বুধবার রাতে বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আর্সেনালের কাছে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়েছে চ্যাম্পিয়ন রিয়াল। প্রথম লেগে এমরিটসে হেরেছিল ৩-০ ব্যবধানে। এছাড়া দেশীয় প্রতিযোগিতায় লা লিগায়ও এবার খুব সুবিধাজনক অবস্থায় নেই রিয়াল। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। সমান ম্যাচে কার্লো আনচেলত্তি দলের পয়েন্ট ৬৬। শেষদিকে ব্যতিক্রম কিছু না হলে লা লিগার শিরোপাও হাতছাড়া করতে হবে রিয়ালকে।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগে দুই লেগ মিলিয়ে ৫ গোল হজম করা রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস। অথচ রিয়াল সমর্থকরা প্রত্যাবর্তনের আশায় অধীর আগ্রহে তাকিয়েছিলেন এমবাপের দিকে। সমর্থকদের রীতিমতো হতাশ করেছেন এমবাপে। গোল তো দূরের কথা, আর্সেনালের বিপক্ষে দুই লেগে অনুভব করার মতো প্রভাবও ফেলতে পারেননি তিনি। শুধু চ্যাম্পিয়ন্স লিগ কেন, সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ৫ ম্যাচে কোনো গোল কিংবা অ্যাসিস্ট নেই এমবাপের। ২০১৮ সালের পর এই প্রথম টানা এতগুলো ম্যাচে গোল-অ্যাসিস্ট ছাড়া থাকতো হলো ২৬ বছর বয়সী তারকাকে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে গেল আল নাসর

কঙ্গোতে আগুন লেগে নৌকাডুবিতে নিহত ১৪৮

জন্মদিনের উপহার নয়, ম্যাচ জয়ী উপহার চান সিমন্স

শয়নকক্ষ থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

আ’লীগের মিছিল পুলিশ নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০