ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ভেসে উঠল সেই নিখোঁজ শিশুর লাশ

ভেসে উঠল সেই নিখোঁজ শিশুর লাশ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক:  চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নালায় পড়ে নিখোঁজ শিশুটির লাশ প্রায় ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে লাশ ভেসে উঠে। এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কাপাসগোলা নবাব হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে ঝুম বৃষ্টি হয়। রাত সাড়ে ৮টার দিকে কাপাসগোলা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ নালায় পড়ে যায়। রিকশায় ছয় মাস বয়সী শিশুসহ এক নারী যাত্রী ছিলেন। স্থানীয়রা চালক এবং ওই নারী যাত্রীকে উদ্ধার করেন। তবে, নারীর কোলে থাকা শিশুটি বৃষ্টির পানির স্রোতে ভেসে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, আনসার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়। রাত ১২টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও শিশুটির খোঁজ মেলেনি। শনিবার সকালে ফের অভিযান শুরু হয়। সকাল ১০টার দিকে শিশুটির লাশ ভেসে উঠে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে মেয়েকে বিয়ে না দেয়ায় কৃষকের জমির ফসল নষ্টের অভিযোগ

গৃহকর্মী ও যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ

সিরাজগঞ্জের তাড়াশে হারিয়ে যাওয়া তিন স্কুল শিক্ষার্থী উদ্ধার

চকরিয়ায় নারীসহ নৌবাহিনীর দুই ভুয়া সদস্য গ্রেফতার 

নির্বাচন আদায়ে আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি

সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা