এক বিদ্যালয়ের তিন পরীক্ষার্থী পাস করেছে একজন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলার বড়াল ঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল হতাশাজনক। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেয় মাত্র ৩ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে একজন, বাকি দুইজনই অকৃতকার্য। এই ফলাফলের প্রেক্ষিতে স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীদের মধ্যে উঠেছে নানা প্রশ্ন। ওই প্রতিষ্ঠানে ১২ জন শিক্ষক-কর্মচারী কর্মরত থাকলেও এমন ফলাফল নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন অনেকে।
তথ্য মতে, বিদ্যালয়টিতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে। বিশেষ করে পরীক্ষার সংখ্যা এবং ফলাফলের তুলনামূলক বিশ্লেষণে শিক্ষক-সংখ্যার কার্যকারিতা নিয়েও উঠছে নানা প্রশ্ন। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গণেশ চন্দ্র সূত্রধর বলেন, করোনার সময় অনেক ছাত্রীর বিয়ে হয়ে গেছে। তারপর থকে শিক্ষার্থী কমতে শুরু করেছে। যারা পরীক্ষা দিয়েছে তারাও বিবাহিত হওয়ায় পড়ালেখায় নিয়মিত হতে পারেনি। ফলে ফলাফল খারাপ হয়েছে। তবে ভবিষ্যতে পরিস্থিতি উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্থানীয় অভিভাবকরা জানান, ১২ জন শিক্ষক-কর্মচারী থাকার পরও মাত্র ৩ জন পরীক্ষার্থী, আর তারও ২ জন ফেল, এটা খুবই দুঃখজনক। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা বলেন, ফলাফল বিশ্লেষণ করে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুনবিদ্যালয়ের এমন দুরাবস্থার পেছনে করোনাকালীন সামাজিক বাস্তবতা যেমন ভূমিকা রেখেছে, তেমনি প্রশাসনিক দুর্বলতা, শিক্ষক-অভিভাবকদের দায় এড়ানোর প্রবণতাও দায়ী বলে মনে করছেন সচেতন মহল। বড়াল ঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের এই ফলাফল পুরো শিক্ষাব্যবস্থার জন্যই একটি সতর্ক সংকেত। এখনই সময় উদ্যোগী হওয়ার।
মন্তব্য করুন