বগুড়া ১নং ওয়ার্ডে বিএনপির সদস্য নবায়ন
স্বৈরাচারের দোসর চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না : রেজাউল করিম বাদশা

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মো. রেজাউল করিম বাদশা বলেছেন, বগুড়া বিএনপির ঘাঁটি। বগুড়ার সর্বস্তরের মানুষ বিএনপিকে ভালোবাসে। ধানের শিষে ভোট দিয়ে বারবার জয়যুক্ত করেছে। এই বগুড়ায় জিয়া পরিবার ছাড়া উন্নয়ন সম্ভব নয়। জিয়া পরিবার অতীতে বগুড়ার উন্নয়ন করেছে। আগামী দিনেও জিয়া পরিবার রাষ্ট্র ক্ষমতায় আসলে এই বঞ্চিত বগুড়া, অবহেলিত বগুড়ার সার্বিক উন্নয়ন হবে ইনশাল্লাহ।
এই বগুড়ায় কোন ষড়ন্ত্রকারীরা কোন অপপ্রচার চালিয়ে বগুড়ার মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। এখানে কোন স্বৈরাচারের দোসররা বিএনপির নতুন সদস্য অন্তর্ভূক্ত হতে পারবে না। কোন চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজের স্থান বিএনপিতে হবে না।
তিনি আজ শুক্রবার (১১ জুলাই) বগুড়া শহর শাখার ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহরের হাকির মোড়ে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ময়নুল ইসলাম উজ্জলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, বগুড়া শহর বিএনপির সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
অনুষ্ঠানে শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, সহ-সভাপতি হারুনুর রশিদ সাজু, ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুর রহমান রাশেদ, শহর বিএনপির দপ্তর সম্পাদক আসিফ আশরাফ, যুবদল নেতা জুম্মান শেখ, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোরশেদুল কবির, সিনিয়র সহ-সভাপতি শাহ মো সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. রাশেদ, বিদ্যুৎ, রিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন