ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

বগুড়ায় আ‘লীগ নেতা ডা মিল্লাতকে আটক করে ডিবিতে সোপর্দ করলেন এনসিপি নেতারা

বগুড়ায় আ‘লীগ নেতা ডা মিল্লাতকে আটক করে ডিবিতে সোপর্দ করলেন এনসিপি নেতারা, ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় আওয়ামী লীগ নেতা ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা.এস.এম মিল্লাত (৫০)কে আটক করে ডিবি কার্যালয়ে সোপর্দ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) বগুড়ার নেতাকর্মীরা তাকে আটক করে ডিবি কার্যালয়ে সোপর্দ করেন।

গাজীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ ওপর হামলার পর বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা তাকে আজ সোমবার (৫ মে) সন্ধ্যা ৭ টার দিকে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় এলাকা থেকে আটক করে জলেশ্বরীতলা হয়ে হেঁটে ডিবি কার্যালয়ে  নিয়ে যায়।

বগুড়া ডিবির ইনচার্জ (ওসি) মো: ইকবাল বাহার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে ডিবি কার্যালয়ে সোপর্দ করেছেন এনসিপি নেতা-কর্মীরা। তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন। তিনি জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ছাড়াও জেলা  স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদের সভাপতি। এ ছাড়া তিনি বগুড়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ। ডিবির ওসি আরও বলেন, তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে এনসিপি নেতা ডা: আব্দুল্লাহ আল সানী বলেন, আটক হোমিও চিকিৎসক এস.এম মিল্লাত কট্টোর আওয়ামী লীগ নেতা। তিনি এখনও আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। টাকা পয়সা দিয়ে ছাত্রলীগকে পুনর্বাসন ও সহযোগিতা করেন। বিগত সালগুলোতে তিনি বিএনপি ও জামায়াত হোমিও চিকিৎসকদের অত্যাচার করেছেন। তিনি ভারত পন্থি ও আরএসএস নেতা দীলিপ রায়ের লোক। তাকে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় থেকে আটক করে ডিবি কার্যালয়ে সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

ক্যাপিটাল সিরাজ ভবনের বেজমেন্টে ছিল সিলিন্ডার ও জেনারেটর-ফায়ার সার্ভিস

বগুড়ায় আ‘লীগ নেতা ডা মিল্লাতকে আটক করে ডিবিতে সোপর্দ করলেন এনসিপি নেতারা

বগুড়ার নন্দীগ্রামে চার কিলোমিটার কাঁচা রাস্তায় ভোগান্তি লাখো মানুষের

‘তুমি রবে নীরবে’ মিউজিক ভিডিওর দৃশ্যে সহশিল্পীর সঙ্গে মৌ

সাবলিা কী পারবনে