ভিডিও বুধবার, ১৬ জুলাই ২০২৫

কারাবন্দি স্বামীকে দেখে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

কারাবন্দি স্বামীকে দেখে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় কারাগারে স্বামীর সঙ্গে দেখা করে ফেরার পথে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 এর আগে বুধবার রাত থেকে ভোর পর্যন্ত কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে সংঘবদ্ধ ধর্ষণের এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর দাবি, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা স্বামীকে দেখে ফেরার পথে তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মামলা করেছেন তিনি।

জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জে, আর স্বামীর বাড়ি নরসিংদী। তারা রাজধানীর তেজগাঁও এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। স্বামী একটি মামলায় বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে।

আরও পড়ুন

বুধবার কারাগারে বন্দি স্বামীর সঙ্গে দেখা করতে যান ওই নারী। রাত ৮টার দিকে কারাগারের সামনে থেকে হাসনাবাদের উদ্দেশে অটোরিকশায় উঠেন তিনি। অটোরিকশাটিতে থাকা দুই যুবক ও এর চালক ভুক্তভোগীকে তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে আটকে রেখে রাতভর পালাক্রমে ধর্ষণ করে ভোর রাতে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় তিনজনকে অজ্ঞাত করে মামলা হয়েছে। আমরা দুজনকে গ্রেফতার করেছি। বাকি একজনকে গ্রেফতারে অভিযান চলছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়,গোপালগঞ্জ বাংলাদেশের: সারজিস

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা: পাথর নিক্ষেপকারীকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুরে দৃষ্টি প্রতিবন্ধী যমজ বোন এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে

বগুড়ার সান্তাহারের যুবক নওগাঁ থেকে নিখোঁজ

জেলা প্রশাসকের আর্থিক সহায়তা পেলেন দুই শিক্ষার্থী

বগুড়ার ধুনটে যুবলীগ নেতা চাঁন গ্রেফতার