ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

রাজশাহীর পুঠিয়া পৌর ভবনে অগ্নিকাণ্ড পুড়েছে টিসিবির পণ্য

রাজশাহীর পুঠিয়া পৌর ভবনে অগ্নিকাণ্ড পুড়েছে টিসিবির পণ্য

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার পুরনো পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় টিসিবির বেশ কিছু পণ্য পুড়ে গেছে। এতে এক লাখ টাকার মালামাল পুড়ে ছায় হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে পৌর সদরের পুরনো পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকালে পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন এ ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে টিসিবির তেল, মসুরের ডাল ও চাল ছিল। সেগুলো আগুনে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, আমাদের ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারণ যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে একটি ইলেকট্রিক বোর্ড ছিলো। তেল পড়ে ইলেকট্রিক বোর্ডে আশেপাশে ভিজে ছিল। সেই বোর্ডটিও পুড়ে গেছে।

আরও পড়ুন

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, ওটাতো পুঠিয়া পৌরসভার পুরনো ভবন। সেখানে অফিসিয়াল কোন কাজকর্ম চলে না। তবে গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। সেখানে টিসিবির পণ্য রাখা হয়েছিল। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কারণ টিসিবির যে পণ্যগুলো আনা হয়েছিল সেগুলো গত বৃহস্পতিবার ও গত বুধবার  বিক্রি করা হয়েছে। তাই সেখানে খুব বেশি টিসিবির পণ্য ছিল না।

তিনি আরও বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে ফায়ার সার্ভিস বলেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসাধীন আরও চার শিক্ষার্থীর মৃত্যু: নিহতের সংখ্যা বেড়ে ২৭

বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, জানালেন তথ্য উপদেষ্টা

এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সব আয়োজন তিন দিনের জন্য স্থগিত

না ফেরার দেশে শিক্ষক মাহেরীন