চকরিয়ায় বাসের চাপায় অটোরিকশাচালক ও যাত্রী নিহত

নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলায় বানিয়াছড়া ময়লাডিপো এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অটোরিকশায় বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশাচালক শহীদুল ইসলাম সোহেল (২৭) ও একই এলাকার মোহাম্মদ নুরু উল্লাহ (২৫)।
আরও পড়ুনপ্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামগামী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান।
চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’’
মন্তব্য করুন