বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসি ফিরবে - সাবেক এমপি মোশারফ হোসেন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া জেলা কৃষকদলের সদস্য ইসকেন্দার মির্জা মিঠুর সভাপতিত্বে ও নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার শান্তর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের হাতে টাকা না থাকলে অর্থনীতি ধসে পড়বে। দেশের মাটি চাষ করে যে কৃষক দেশ গড়ে সে-ই আজ অবহেলিত। এই অবিচার আর চলতে দেওয়া যাবে না। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসি ফিরবে ইনশাল্লাহ।’
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বগুড়া জেলা কৃষকদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, উদ্বোধকের বক্তব্য রাখেন, বগুড়া জেলা কৃষকদলের সদস্য সচিব, এনামুল হক সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন।
আরও পড়ুনআরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা ইয়াছিন আলী, আব্দুল হাকিম, গোলাম মোস্তফা, কৃষকদল নেতা আবু সাঈদ মিলন, আব্দুল মজিদ, আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, ছাত্রদল নেতা মেহেদী হাসান, আল-আমিন ও ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।
শেষে কৃষকদলের উপজেলা ও পৌর কমিটি ঘোষনা করা হয়। এতে ইসকেন্দার মির্জা মিঠুকে উপজেলা কৃষকদলের সভাপতি ও আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক এবং সুশান্ত কুমার শান্তকে পৌর কৃষকদলের সভাপতি ও আবু সাঈদ মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও আগামী ৩০ দিনের মধ্য পূর্ণাঙ্গ কমিটি গঠণ করার নির্দেশ প্রদান করা হয়।
মন্তব্য করুন