ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

বগুড়ার গাবতলীতে অর্ধ শতাধিক স্পটে মাদকের ব্যবসা

বগুড়ার গাবতলীতে অর্ধ শতাধিক স্পটে মাদকের ব্যবসা, প্রতীকী ছবি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীর ১২টি ইউনিয়ন এবং পৌরসভা এলাকার অর্ধ শতাধিক স্পটে মাদক বিক্রি হচ্ছে। বিক্রেতা ও সেবনকারীরা নতুন নতুন কায়দায় মাদকের জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। সেবনকারীরা হাত বাড়ালেই পেয়ে পাচ্ছে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন ও ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক। মাদক সহজলভ্য হওয়ায় নেশাগ্রস্ত  হচ্ছে  যুবক ও তরুণ সমাজ।

পৌরসভা এলাকার যে সব স্পটে মাদক বেচা-কেনা হয় তা হলো গাবতলী পুরাতন বাজার, ১নং রেলগেট থেকে ২নং রেলগেট লাইনের ওপর, রেল স্টেশন ও আদর্শ গ্রাম, পোস্ট অফিস মোড়, খলিশাকুড়া, সোন্দাবাড়ী ভবের বাজার, দাঁড়াইল বাজার, উঞ্চুরখীর বিভিন্ন মোড়, বাইগুনী হাট ইত্যাদি।

এছাড়াও গাবতলী সদর ইউনিয়নের সোন্দাবাড়ী, লাঠিগঞ্জ, পাঁচমাইল, চকবোচাই। মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী বাজার, বরকি ভিটা, পাঁচ মাইল, পেরীরহাট, মহিষাবান পুরাতন হাট, পোড়াদহ, মরিয়া ও ছয়মাইল। বালিয়াদিঘী ইউনিয়নের চার মাথার মোড়, তরণীহাট, সোনামুয়া, কালাইহাটা বাজার, কলাকোপা বাজার।

নশিপুর ইউনিয়নের বাগবাড়ী বাজার, কদমতলী, কলেজপাড়া, ছোট ইতালী, বড় ইতালী ও নিজগ্রাম। দূগাহাটা ইউনিয়নের দূগাহাটা বাজার, পুরাতন হাট, বৈঠাভাঙ্গা, হাতিবান্ধা বাজার, বাইগুনী, কালুডাঙ্গা, দুগাহাটার মোড় ও হাতিবান্দা মোড়। নেপালতলী ইউনিয়নের নেপালতলী বাজার, ধনঞ্জয়, বুরুজবাজার, আদর্শ গ্রাম, কদমতলী বাজার, সুখানপুকুর বাজার, লাঠিগঞ্জ বাজার।

রামেশ্বরপুর ইউনিয়নের রামেশ্বরপুর বাজার, জাগুলী বাজার, সাঘাটিয়া, মঘার মোড়, আলতার বাজার। নাড়ুয়ামালা ইউনিয়নের নাড়ুয়ামালা গুচ্ছগ্রাম, বোয়ালমারী পাথার, দোয়ারপাড়া, চাকলামোড়, তেতুলগুছি বাজার, আলতার বাজার। সোনারায় ইউনিয়নের সোনারায় বাজার, নতুরপাড়া, আটাপাড়া, মুচিখালি, জামিরবাড়ীয়া বাজার, পীরগাছা হাট।

আরও পড়ুন

কাগইল ইউনিয়নের মিরপুর, কাগইল বাজার, আদর্শ গ্রাম, কৈ ঢোপ, মাদ্রাসার মোর, আহম্মেদপুর, কাগইল রাস্তার মোড়। গাবতলী উপজেলায় মাদক প্রবেশ দ্বার দক্ষিণপাড়া ইউনিয়নের মূল কেন্দ্র কৃষ্ণচন্দ্রপুর, উজগ্রাম বাজার, নাংলু হাট, ডাকুমারা হাট।

মাদকের সহজলভ্যতায় অভিভাবক মহল শংকিত। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যুবসমাজ দিনদিন তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। সন্ধ্যা হলেই অনাচে-কানাচে বসে মাদক বেচা-কেনার মেলা বসায় এবং সেবন করে। পুলিশ প্রশাসন কঠোর ভূমিকা পালন করলে মাদকমুক্ত হবেই।

গাবতলী মডেল থানার ওসি সেরাজুল ইসলামের সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, আমি যোগদান করার পর থেকেই কাজ শুরু করেছি। তবে মাদক নিয়ন্ত্রণে সর্বচ্চো প্রচেষ্টা থাকবে। ইতিমধ্যে গাবতলী থানা ও ফাঁড়ী পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ৪ দিনে গাবতলী সদর ইউনিয়নের চকসদু দক্ষিণপাড়া গ্রামের ইছাহাক প্রামানিকের ছেলে জিয়াউর রহমান ওরফে সুইটকে (২৮) ১ হাজার ৫০পিচ ট্যাপেন্টাডল এবং বাগবাড়ী ফাঁড়ী এলাকার বাগবাড়ী গ্রামের সায়েদ আলীর ছেলে রিমন বাবুকে (১৯) ২০পিচ ইয়াবাসহ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খনন ও সৌন্দর্যবর্ধনে নাব্যতা ফিরে পাচ্ছে করতোয়া নদী

 মা ও পলাশের গায়ে তার স্ত্রী হাত তোলায় অভিমানে আত্মহত্যা  

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় ২০ নবদম্পতিকে জামায়াতের উপহার

জবিতে সাংবাদিকদের উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীর কিশোরগঞ্জে সম্ভ্রমহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার