ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

বগুড়ার শিবগঞ্জে বাড়িতে হামলা গৃহবধূসহ ৪ জন আহত

বগুড়ার শিবগঞ্জে বাড়িতে হামলা গৃহবধূসহ ৪ জন আহত। প্রতীকী ছবি

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে জমিজমা ও পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গৃহবধূসহ ৪জন আহত হয়েছে। এ ঘটনায় থানায়  মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের আপসন গ্রামের বিধবা ফরিদা বিবির বসত বাড়ির জায়গা নিয়ে একই গ্রামের মোকছেদ আলীর ছেলে আব্দুল বাছেদের বিরোধ চলে আসছে।

এর জের ধরে আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে আব্দুল বাছেদ এবং তার লোকজন একত্রিত হয়ে  বিধবার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির আসবাবপত্র, গরুর খামার ভাঙচুর করে ক্ষতি  করে। এব্যাপারে বিধবা ফরিদা বিবি বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে অসহায় হয়ে পড়েছি। প্রতিপক্ষরা এই সুযোগে জোরপূর্বক আমার বসত বাড়ির জায়গা দখলে নিতে চায়।

আরও পড়ুন

তাদের হামলায় আমার ছেলের বউ জহুরা, জেসমিন আরা, ফাতেমা খাতুন, সায়েজারকে মারপিট করে আহত করে এবং নগদ টাকা ও আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। প্রতিপক্ষ বাছেদের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায়  মামলা নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েটে ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিলেন শিক্ষার্থীরা

সিলেটে বেপরোয়া  ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

লক্ষ্মীপুরে ৪ জনপ্রতিনিধিসহ ৫ আ.লীগ নেতাকে আটক

প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

জামায়াতে ইসলামী নয়, আজ আ’লীগই মানুষের অন্তর থেকে নিষিদ্ধ হয়েছে - ডা. শফিকুর রহমান

আমরা এখন ভয়ঙ্কর সময় অতিক্রম করছি - রুহুল কবির রিজভী