ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

সাভারে বাসের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে যুবক নিহত

সাভারে বাসের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে যুবক নিহত

সাভারের আশুলিয়া ঘোষবাগ এলাকায় দুইটি বাসের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে মো. জাকারিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার (২৬ এপ্রিল )ভোরে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

জাকারিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাপাসিল উত্তর পাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিক ছিলেন। আশুলিয়া এলাকায় ভাড়া থাকতেন তিনি। 

আরও পড়ুন

 

নিহতের ভাই মো. শাহিন জানান, তাঁর ভাই রোড কনস্ট্রাকশনের নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। আজ সকালের দিকে আশুলিয়া ঘোষবাগে রাস্তা নির্মাণের কাজ করছিলেন তিনি। এসময় আশুলিয়া পরিবহন নামের দুইটি বাস প্রতিযোগিতা করে পাল্লা দিতে গিয়ে রাস্তার একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে আঘাত করে। এতে বিদ্যুৎ খুঁটিটি সীমানা প্রাচীর ভেঙে রাস্তার নির্মাণকাজে কর্মরত জাকারিয়ার ওপরে পড়ে। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তাঁকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে বাঁশ কাটতে গিয়ে মাইন বিস্ফোরণে আহত বাংলাদেশি যুবক

ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে গণমাধ্যম স্বাধীনতা সূচকে এগিয়ে বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জে ছাগল চুরির সময় ৩ চোর গ্রেফতার

বগুড়ায় ব্যবসায়ী দুলু পশারীর ইন্তেকাল

নওগাঁর ছোট যমুনা নদীতে মুগ্ধতা ছড়াচ্ছে কচুরিপানার ফুল

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত